ক্ষতিপূরণ দিতে না পারায় বাজেয়াপ্ত করা হল ‘এভারগ্রিন’

এপ্রিল ১৫, ২০২১ দুপুর ০১:৩৯ IST
6077f27e59a81_download (10)

নিজস্ব প্রতিনিধি, কায়রো - ‘এভারগ্রিন’ কে শেষপর্যন্ত বাজেয়াপ্ত করল মিশর। সুয়েজ খালে জাহাজটি আটকে থাকার জন্য যে ক্ষতি হয়েছে তা প্রায় ১০০ কোটি ডলারের মতো। যতক্ষণ না ক্ষতিপূরণের অর্থ দেওয়া হবে, জাহাজটি মিশরের অধীনে থাকবে, এমনটাই দাবি করেছে মিশর কর্তৃপক্ষ। জানানো হয়েছে, জাহাজটি বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথকে অবরোধ করে রেখেছিল।

গত ২৩ মার্চ ‘এভারগ্রিন’ জাহাজটি সুয়েজ খালে আটকে পড়ার কারণে আটকে যায় কয়েক’শ পণ্যবাহী জাহাজ। টানা একসপ্তাহের অক্লান্ত চেষ্টার পর জাহাজটিকে সোজা করা যায়, কিন্তু ততদিনে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয় সুয়েজ খাল কর্তৃপক্ষের।

কর্তৃপক্ষের প্রধান ওসামা রাবি জানিয়েছেন, ‘এভারগ্রিন’ জাহাজটি ক্ষতিপূরণের ৯০০ মিলিয়ন ডলার দিতে ব্যর্থ হওয়ার কারণে সেটি বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে ‘এভারগ্রিনে’র জাপানি মালিক ‘শোয়েই কাইজেন কাইশা লিমিটেড’ জানিয়েছে, মিশরের একটি আদালতের নির্দেশ অনুযায়ী খাল কর্তৃপক্ষ জাহাজটি নিয়ে যায়। ওই সংস্থার মুখপাত্র রিউ মুরাকোশি জানিয়েছেন, “তারা এখনও আমাদের সঙ্গে কথা বলছে। ক্ষতিপূরণের বিষয়ে আমরা কথাবার্তা চালিয়ে যাব।”

ভিডিয়ো

Kitchen accessories online