নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম বর্ধমান। পাণ্ডবেশ্বরে নির্বাচনী প্রচার মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে।
রবিবার, পাণ্ডবেশ্বরের লাউদোহায়, বিজেপি কর্মীরা নির্বাচনী প্রচার মিছিল করছিলেন। ওই মিছিলকে কেন্দ্র করে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ চালায় বলে অভিযোগ করা হয় বিজেপির পক্ষ থেকে।
ঘটনার পরিপ্রেক্ষিতে চাঞ্চল্য ছড়ালে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, স্থানীয় পুলিশ প্রশাসন। যদিও পুলিশ সূত্রে খবর, মাধাইপুর গ্রাম দিয়ে তৃণমূল কর্মীদের নির্বাচনী প্রচার মিছিল কর্মসূচিও চলছিল সেই সময়। দুটি বিরোধী দল মুখোমুখি চলে আসায়, বচসার সৃষ্টি হয় বলে জানা গেছে পুলিশের পক্ষ থেকে।