নিজস্ব প্রতিনিধি , হায়দ্রাবাদ - ফের চিন্তামগ্ন সমগ্র চলচ্চিত্র ইন্ডাস্ট্রি । একের পর এক তারকাদের দুরারোগ্য ব্যাধির সংবাদে ছিন্নবিচ্ছিন্ন সমগ্র বিনোদন জগত । জনপ্রিয় বি টাউন সেলেব সামান্থা রুথ প্রভু ও বরুণ ধাওয়ানের পর এবার কঠিন রোগে আক্রান্ত হলেন দক্ষিণী অভিনেত্রী পুনম কৌর । সম্প্রতি খ্যাতনামা এই তারকা তার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টের মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে তার অসুস্থতার বার্তা দিলেন । অভিনেত্রীর এহেন শারীরিক দুরবস্থার খবরে তার অনুরাগীরা প্রবল দুশ্চিন্তায় রয়েছেন।
পুনম কৌর তেলেগু ইন্ডাস্ট্রির এক নামচীন ব্যক্তিত্ব । পুনম তার অনবদ্য অভিনয়ের মধ্যে দিয়ে প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় নিজেকে নথিভুক্ত করেছেন।
বিখ্যাত এই তারকা ২০০৬ সালের জনপ্রিয় তেলেগু চলচ্চিত্র ‘মালায়ালামে’ অভিনয়ের মধ্যে দিয়ে প্রথম বিনোদন জগতে পা রাখেন । সিনেমাটিতে তার সাবলীল অভিনয় সকলের নজর করেছিলো।
এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমাতে তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে বিরাজ করছেন।
পুনম তেলেগু চলচ্চিত্র সৌর্যম, বিনয়কুডু, এনাডু, গণেশ , গগনাম সহ একাধিক ছবিতে তার উল্লেখযোগ্য উপস্থিতি রেখেছেন।
কয়েকদিন পূর্বে খ্যাতনামা এই অভিনেত্রী তেলঙ্গানায় রাহুল গান্ধীর "ভারত জোড়ো যাত্রায়" অংশগ্রহণ করাকালীন রাহুলের সঙ্গে পুনমের হাত ধরার চিত্র প্রকাশ্যে আসতে বিষয়টিকে নিয়ে গণমাধ্যমে চরম জলঘোলা হয়। ঘটনাটিকে নিয়ে পরবর্তীতে রাজনীতির ময়দানে চরম বিতর্কের সৃষ্টি
হয়েছিলো।
কিন্তু অভিনেত্রীর জীবনে অশান্তির জের কাটতে না কাটতেই ফের কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেন পুনম।
কয়েকদিনের মধ্যেই জনপ্রিয় এই অভিনেত্রীর "নথিছরামি" সিনেমাটি মুক্তির পূর্বেই তার জীবনের ওপর দিয়ে যেনো এক ঝড় বয়ে গেলো। বর্তমানে দুশ্চিন্তার মেঘ তার ওপরে।
সামান্থা রুথ প্রভুর মায়োসাইটিস ও বরুণ ধওয়ানের ভেস্টিবিউলার হাইপোফাংশনের পর এবার পুনম আক্রান্ত হলেন এক জটিল রোগে।
সম্প্রতি পুনম তার সমাজ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে সকলকে তার অসুস্থতার খবরটি জানালেন । তার বিবৃতি অনুযায়ী জানা গিয়েছে , জনপ্রিয় এই তারকা ফাইব্রোমায়ালজিয়া নামক এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন ।
দক্ষিণী তারকা পুনম নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শেয়ার করা পোস্টটিতে লিখেছেন , "ফাইব্রোমায়ালজিয়া , অনেক পরিকল্পনা ছিল, কিন্তু আপাতত বিশ্রামে থাকতে হচ্ছে।"
দীর্ঘদিন যাবৎ অসহ্য পিঠের যন্ত্রণায় ভোগার কারণে ও প্রায় দু'বছর ধরে শরীরে প্রচণ্ড ব্যথা হওয়ার জন্য পুনম কেরালাতে গিয়ে আয়ুর্বেদিক চিকিৎসা করান । তখনই নানা পরীক্ষা নিরক্ষর মাধ্যমে অভিনেত্রী তার রোগটির সম্পর্কে অবগত হন।
অভিনেত্রীর এই পোস্টটির কমেন্ট বক্সে তার অগণিত ভক্তরা তার দ্রুতারোগ্যের প্রার্থনা জানিয়েছেন।
চিকিৎসকদের মতানুযায়ী , সংশ্লিষ্ট এই রোগটিতে রোগীর পেশি ও হাড়ের তীব্র যন্ত্রণা সহ ক্লান্তি, ঘুম ঘুম ভাব, স্মৃতি ও মেজাজজনিত সমস্যাদিও দেখা যায়। তার দুরারোগ্য ব্যাধিটির কারণে আপাতত বেশ কিছুদিনের জন্য জনপ্রিয় এই অভিনেত্রী তার বাড়িতেই বিশ্রামরত থাকবেন।
সেইসঙ্গে বর্তমানে শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে পুনম বেশ কয়েকদিনের জন্য কাজ থেকে বিরতি নেওয়ারও সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তারকার অসুস্থতার খবরে তার অনুরাগীবৃন্দরা চিন্তামগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন ।
৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ৪ দিন ধরে চললো নাট্য উৎসব
দুর্ঘটনার মুখে অভিনেত্রী ঊর্বশী ঢোলাকিয়া
পরকীয়ায় জড়িয়ে ডিভোর্সের হুমকি দিচ্ছে আদিল , দাবি রাখির
Together, We Can Cure Cancer , মিশনকে সামনে রেখে ক্যান্সারের বিরুদ্ধে চলছে লড়াই
করোনার পর আবার দর্শকদের হলমুখী দেখে উচ্ছাসিত আয়োজকরা
এই প্রথম হাজার কোটির মাইলফলক স্পর্শ করবে কোনো বলিউড সিনেমা
মৃত্যুকালীন সঙ্গীত শিল্পীর বয়স হয়েছিল ৭৭
ডাবিংয়ের জন্য ছবিটা দেখছিলাম, চোখে জল এসে যাচ্ছিল , দাবি ঋতাভরীর
কী মিষ্টি দেখতে এই জুটিকে , সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা কঙ্গনার
বিয়ের আগে মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে ক্যামেরাবন্দি অভিনেত্রী কিয়ারা
সানি লিওনের সভাস্থল থেকে মাত্র ১০০ মিটার দূরেই বিস্ফোরণ
আমি জানতাম আমার ছবিতে আপত্তিকর কিছুই নেই , দাবি পরিচালকের
জাঁকজমকপূর্ণ ভাবে অনশা-শাহিনের বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন হয়
জেনে নিন হাড়ের ক্ষয় রোধ করার জন্য কোন কোন যোগাসন করবেন
নির্বাচনে হিরোর প্রাপ্ত ভোট ৫ হাজার ২৭৪