নিজস্ব প্রতিনিধি, আটলান্টা – যত দিন যাচ্ছে তত যেন আমেরিকা বন্দুকবাজের আঁতুড়ঘর হয়ে উঠছে। ফের মার্কিন মুলুকে দাদাগিরি দেখাল এক বন্দুকবাজ। তার ছোঁড়া এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে ৩ জনের। এর মধ্যে একজন কিশোর আছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।
সূত্রের খবর, স্থানীয় সময় অনুযায়ী শনিবার দুপুরে আটলান্টার এক নামী শপিং মলে বন্দুক হাতে নিয়ে হামলা চালায় একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। মানুষকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আরও একজন গুলিবিদ্ধ হন। কিন্তু তিনি পাল্টা গুলি চালান।
সেই গুলির আঘাতে মৃত্যু হয় বন্দুকবাজের। গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে মার্কিন পুলিশ।