নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - ২ দিনের টানা বৃষ্টিতে ফের নতুন করে ধস নামলো আসানসোলের কোলিয়ারী এলাকায়। তবে অনন্য সময় ছোটখাটো হলেও এবার বেশ বড় আকারের ধস নেমেছে এই এলাকায়। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। এই ঘটনার পর ইসিএল কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়ার আবেদন জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে , এই এলাকা থেকে কয়লা খনি মাত্র কিছুটা দূরে। এই খনি থেকেই হয় কয়লা উত্তোলন। স্থানীয় বারবার দাবি করেছেন , কয়লা উত্তোলনের পর খনির মুখ বন্ধ করে না ইসিএল। যারফলে প্রত্যেক বছর জল ঢুকে ধস নামে এলাকায়। এদিনও একইভাবে পশ্চিম বর্ধমানের আসানসোলের কুয়ার ডি কোলিয়ারি অঞ্চলে সকালে ধস নামে। সেসময় মাঠেই ফুটবল খেলছিলেন ২ জুবিক। তৎক্ষণাৎ ওই স্থানে দৌড়ে গিয়ে গাছের শুকনো ডালপালা দিয়ে ঘিরে দেয় স্থানীয়রা।
এপ্রসঙ্গে মহিলা মোর্চার সেক্রেটারি ঝর্না বাউরি জানিয়েছেন,'কুয়ার ডি কোলিয়ারি এলাকায় প্রায় ধস নামে। এই মুহুর্তে যে এলাকায় ধস নেমেছে সেখানে স্থানীয় বাচ্চা থেকে শুরু করে বাইরে থেকে ছেলেরাও ফুটবল ম্যাচ খেলতে আসে। এটি একটি ফুটবল মাঠ। আজও বড়ো কোনো দুর্ঘটনা ঘটতেই পারতো। এই রকমভাবে ধস নামায় এলাকার মানুষদের সারাক্ষণ আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। ইসিএল কর্তৃপক্ষ কাছে দাবি , এই ব্যাপারে তারা যেন বিশেষ নজর দেন'।
এদিকে ইসিএল আধিকারিকের দাবি,'এই ধস ইসিএলের খাদানের জেরে হয়নি। এরআগে অবৈজ্ঞানিক পদ্ধতি ও অবৈধভাবে কয়লা খনন করার ফলে এই ঘটনা ঘটছে। আগে যে সমস্ত বেসরকারি সংস্থার হাতে উত্তোলনের দায়িত্ব ছিল তাদের কারণেই এই ঘটনা'।
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি
বিশ্বের যে কোনো প্রান্তের যেকোনও পর্যটককে আকৃষ্ট করার মতো সব উপকরণই বাংলাদেশে বিদ্যমান
নীতিগতভাবে তাদের ২ দেশের মধ্যে মিল রয়েছে
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এই তথ্য জানান
আগে যারা করোনা আক্রান্ত হয়েছিল , তারা যদি আবার ডেঙ্গু আক্রান্ত হয় তবে তা প্রাণঘাতী হতে পারে , আশঙ্কাবার্তা চিকিৎসকদের
নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক, সব শিক্ষক নিয়োগের মামলা শোনা হবে আলাদা ভাবে
হাইকোর্টের নির্দেশ ছাড়া কেউ ইডি-সিবিআইয়ের কাজে হস্তক্ষেপ করবে না , খোদ বিচারককে অপসারণ করে কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
গ্র্যান্ড হোটেলের সামনে থাকা ফুটপাথ হকারমুক্ত করতে হবে , নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
পুরসভার গেটের সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ কংগ্রেসের