নিজস্ব প্রতিনিধি , হাওড়া - দুই বাংলাদেশিকে জঙ্গী সন্দেহে গ্রেফতার করলো হাওড়া সিটি পুলিশ।ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া নয়াবাজ এলাকায়।ধৃতদের নাম মহম্মদ সুমন এবং মহম্মদ মনির।তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল আধার কার্ড, ভোটার কার্ড ও পাসপোর্ট। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পরেছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , মাসখানেক আগে রিপন নামে এক দালালের মাধ্যমে ত্রিপুরা দিয়ে ভারতে প্রবেশ করে সুমন এ মনির। নয়াবাজ এলাকায় মইনুল কবীর নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন তাঁরা। এরপর গোপন সূত্রে খবর পেয়ে বুধবার তাঁদের গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশের একটি বিশেষ দল।ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
ধৃতদের বৃহস্পতিবার হাওড়া আদালতে হাজির করানো হলে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। দু’জনকে জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনের খোঁজ পায় পুলিশ।এছাড়া মার্চ মাসে নিজেকে মাদ্রাসার শিক্ষক বলে পরিচয় দিয়ে যে জঙ্গিকে গ্রেফতার করেছিল এসটিএফ।তার মুখোমুখি এই দুজনকে বসিয়েও জেরা করা হতে পারে বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, গত মার্চ মাসে ওই এলাকা থেকেই এক জন বাংলাদেশি মুজাহিদিন জঙ্গিকে গ্রেফতার করে এসটিএফ। তবে আগাম খবর পেয়ে অপর এক জন পালিয়ে যায়। তার পর থেকেই ওই এলাকার উপরে নজরদারি চালাচ্ছিল পুলিশ। ধৃত দুই জনের সঙ্গে জঙ্গিদের কোনও যোগ আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।
আর্সেনাল - ৪
লেস্টার সিটি - ২
ম্যানচেস্টার সিটি - ৪
বার্নমাউথ - ০
হাওড়া ব্রিজ , ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সহ শহরের একাধিক জায়গা সেজে উঠেছে ‘তিরঙ্গা’র সাজে
'হর ঘর তিরাঙ্গা' স্লোগান দিয়ে বাইক মিছিল বিজেপির
তদন্তে নিরপেক্ষতা এবং দুর্নীতি গ্রস্ত বিজেপি নেতাদের শাস্তির দাবি তৃণমূলের
গোমাতা হরণকারী শ্রীঘরে যাওয়ার প্রতিবাদে বোলপুরে ‘থিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ (টিএমসি) মানুষের পেটে লাথি মেরে বিক্ষোভ করেছে , কটাক্ষ অনুপম হাজরার
প্রধানমন্ত্রীর আহ্ববানে সাড়া দিয়ে তিরঙ্গা কর্মসূচি পালন সাক্ষীর
আগামী ২১শে আগস্ট থেকে শুরু ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ
ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম
‘সরকারি অনুদানের সিনেমা , যথেষ্ট কম পারিশ্রমিক নিয়েছি’, পাল্টা প্রতিক্রিয়া মাহির
ফের ঊর্ধ্বমুখী সোনার দাম
'আজকের পর কোনো অশান্তি হলে তার দায় বিজেপি বিধায়ককেই নিতে হবে', পাল্টা তোপ তৃণমূলের
আর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হবে ম্যাচ
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি স্বরাষ্ট্র দফতরের পোষ্যতে পরিণত হয়েছে , তীব্র কটাক্ষ তৃণমূলের
পিতার আদর্শে প্রভাবিত হয়ে রাজনীতিতে যোগ দেন তাঁরা দুই বোন