নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - ফের দুর্ঘটনার কবলে পাহাড়ের ঐতিহ্যবাহী টয়ট্রেন। শনিবার ঘুম স্টেশন ছাড়তেই বেলাইন হলো নিউ জলপাইগুড়ি গামী ট্রয় ট্রেনটি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু হঠাৎ এই দুর্ঘটনার কারনে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। এই ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল।
সূত্রের খবর , প্রতিদিনের মতোই ঘুম স্টেশন থেকে শনিবার সকালে টয়ট্রেনটি ছাড়ে। এর পরেই স্টেশন ছাড়তেই লাইনচ্যুত হয় নিউ জলপাইগুড়িগামী ট্রেনটি। থেমে যায় ট্রেন। যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়ায়। তাঁরা তড়িঘড়ি ট্রেন থেকে নেমে পড়েন। পড়ে বাসে করে নিজ নিজ গন্তব্যে পৌঁছান তারা। তবে রেলের তরফে তাদের টিকিটের টাকা ফেরত দেবার কথা ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত , পুজোর ছুটিতে প্রচুর সংখ্যক মানুষ উত্তর বঙ্গ ভ্রমনে যান। আর সেই ভ্রমনের বিশেষ আকর্ষণ হল টয়ট্রেন। আর সেই কারনেই টয়ট্রেনে বাড়তি ভিড়ও চোখে পড়ে। আর সেই আবহেই হঠাৎ এই দুর্ঘটনা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তবে রেলের তরফে আশ্বাস মিলেছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার।