নিজস্ব প্রতিনিধি , ঝাড়খন্ড - ফের চলন্ত ট্রেনে ডাকাতি। সম্বলপুর জম্মু- তাওয়াই এক্সপ্রেসে পর পর চলল গুলি। ঘটনাটি ঘটেছে শনিবার ঝাড়খণ্ডের লাতেহার ও বারওয়াডিহি স্টেশনের মাঝে। আহত হয়েছেন বেশ কিছু যাত্রী। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু রেলের সুরক্ষা নিয়ে আবারও প্রশ্ন উঠছে।
সূত্রের খবর , গতকাল রাত ১১ টা নাগাদ ঝাড়খণ্ডের লাতেহার থেকে সম্বলপুর জম্মু- তাওয়াই এক্সপ্রেসে ছাড়ে। আগে থেকেই ট্রেনের মধ্যে সংরক্ষিত কামরায় ডাকাতরা বসে ছিল। ট্রেন বারওয়াডিহি পৌঁছাবার আগেই ডাকাত তাণ্ডব শুরু হয়। কামরার মধ্যে ৮ থেকে ১০ রাউন্ড গুলি চালায় ডাকাতরা। ট্রেনের এস৯ কামরায় যাত্রীদের মাথায় বন্দুক ঠেকিয়ে লুটপাট করে। টাকা গহনা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে বারওয়াডিহি স্টেশনের আগেই নেমে পরে। ডাকাতি চালায় ১৫ জন দুষ্কৃতী মিলে। এমনকি ৭-৮ জন মারধJরও করেছেন। এই ঘটনায় গুরুতর জখম ৭ জন যাত্রী।
এরপর ডালটনগঞ্জ স্টেশনে ট্রেন থামার পর বাকি যাত্রীরা আহতের চিকিৎসা করানোর জন্য যোগাযোগ করেন। প্রায় ২ ঘণ্টা ট্রেন বন্ধ থাকে। আহতের চিকিৎসা করানোর পর আবার ট্রেন চলে। পুলিশকে একজন যাত্রী জানিয়েছে, ঝাড়খণ্ডের লাতেহার থেকে ট্রেন ছাড়বার সময় ১৫ জন মুখোশধারী অস্ত্রধারী S9 কোচে ওঠেন। আরও জানা গেছে ডাকাত দলের একজনের বয়স ৪০ এর কাছাকাছি। যে রাস্তা ধরে ডাকাত দল পালিয়েছে সেই জায়গায় খোঁজাখুঁজি করে হচ্ছে। এই আবারও প্রশ্ন উঠছে রেলের নিরাপত্তা নিয়ে।