নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি - ফের শিলিগুড়ি থেকে গ্রেফতার কেএলও জঙ্গি। রবিবার রাতে ইন্দো-নেপাল সীমান্ত থেকে জঙ্গিকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতের নাম ধনকুমার বর্মন (২৬)।
এসটিএফ সূত্রের খবর, ধৃত ধনকুমার বর্মন ওরফে স্বপন কেএলও নেতা জীবন সিংহের দলের একজন সক্রিয় সদস্য। তার বাড়ি কোচবিহারের বক্সিরহাটের বাঁশবাজারে। এতদিন অসমের শিমুলবাড়ি এলাকার জঙ্গলে গা ঢাকা দিয়েছিল ওই জঙ্গি ।
ধনকুমার বর্মন ওরফে স্বপন কেএলও নেতা জীবন সিংহের নির্দেশ মতো অসম থেকে শিলিগুড়ি হয়ে নেপালে যাওয়ার ছক কষছিল। নেপালে গিয়ে সংগঠনের জন্য নতুন সদস্য নিয়োগ ও টাকা সংগ্রহের পরিকল্পনা ছিল তার। তবে শিলিগুড়ি থেকে নেপালে যাওয়ার সময় তাকে খড়িবাড়ি ব্লকের দেবীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে হয়েছে।
ঘটনার বিষয়ে ডিএসপি সুদীপ ভট্টাচার্য জানিয়েছেন,'স্বপনের কাছ থেকে বেশ কয়েকটি তথ্য ও নথি উদ্ধার হয়েছে। জীবন সিংহের সঙ্গে মেসেজে কথাবার্তা চলত সেগুলোও উদ্ধার হয়েছে। কেএলও সংগঠনের সক্রিয় সদস্য ছিল সে। মাসখানেক ধরে ওর খোঁজ চলছিল। শেষে নেপালে পালানোর আগে তাকে ধরে ফেলি আমরা। আর কেউ সঙ্গে রয়েছে কি না, তার তদন্ত চলছে। এছাড়াও ১৪ দিনের জেল হেফাজতের আবেদন জানিয়ে অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে'।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষদিকে শিলিগুড়ির খালপাড়া এলাকায় থেকে এসটিএফ অবিনাশ রায় নামে অসমের কোকড়াঝাড়ের এক বাসিন্দাকে কেএলও জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছিল পুলিশ।
অভিযোগ, জঙ্গি সংগঠনের জন্য টাকা তুলত অবিনাশ। সেই কারণেই শিলিগুড়িতে এসেছিল সে। ধৃত যুবকের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাজশের বিষয়টি স্বীকার করে নেয় বলেই দাবি তদন্তকারীদের। এরপর এস টি এফ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে ওই দলের আরেক সন্দেহভাজন জঙ্গি মৃনাল বর্মনের খোজ পেয়ে তাকে শিলিগুড়ির অদুরে ফাসিদেওয়া থেকে গ্রেফতার করে এসটিএফ। আর এরপরেই এই দুই সন্দেহ ভাজন জঙ্গিকে জেরা করে কুচবিহারের বক্সিরহাটের ধানকুমার রায়ের নাম জানতে পারে।
গতকাল এস টিএফের একটি দল কোচবিহারের বক্সিরহাটে হানা দিয়ে এই সন্দেহভাজন কে এল ও জঙ্গি ধানকুমার রায়কে গ্রেফতার করে। এরা মুলত ব্যবসায়ীদের থেকে সংগঠনের নাম করে মোটা টাকা তুলত, আর সেই টাকা দিয়ে বিহার থেকে অস্ত্র কিনে তা দলের আত্মগোপন করে থাকা সদস্যদের কাছে পৌছে দিত।
যদিও এক সময় কামতাপুর লিবারেশন ওরগানাইজেশন ( কে এল ও) উত্তরবঙ্গে ত্রাসের কারণ হয়ে উঠেছিল। তবে বাম আমলের শেষের দিকে তাদের মধ্যে ভাঙন দেখা দেয় ও পুলিশের কড়া পদক্ষেপে ধীরে ধীরে তাদের আন্দোলন ও ত্রাসে ভাটা পরে যায়। অনেকে পুলিশের ভয়ে আত্মসমপর্ন করে সাধারন নাগরিক জীবনে ফিরে আসে। কিন্তু তবুও তলে তলে এখনও দল চোরাস্রোতে বইছে। পর পর এই তিন সন্দেহ ভাজন জঙ্গি এস টি এফের জালে পরার ঘটনা সামনে আসার পর জনমানসে এই সংগঠন সম্বন্ধে ভীতি দেখা দিয়েছে।
কানাডার সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট হ্যাক হয়েছে
মৃতদের মধ্যে রয়েছেন পুলিশের এক ডিএসপি পদমর্যাদার অফিসার
বিশ্বজুড়ে কোণঠাসা হয়ে যাচ্ছে কানাডা
চতুর্থস্থানে শেষ করেন স্বপ্নিল কুশলে
এখনো চলছে আগুন নেভানোর কাজ , জলবহুল এলাকায় এমন পলিথিনের গুদাম থাকা কি উচিত , প্রশ্ন স্থানীয়দের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
ভারত – ৩
হংকং – ০
প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত
ANM & GNM প্রস্তুতিতে আজ সাধারণজ্ঞান
ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬
আগামী ২রা ও ৩রা অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগ দেব , পারলে আমাকে আটকে দেখাক , কেন্দ্রকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের
১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে