নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - অর্জুন ফিরতেই ফের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল ভাটপাড়া। তৃণমূলেরই দুই গোষ্ঠীর সংঘর্ষে অর্জুন সিংহের বাড়ি ভাটপাড়া সংলগ্ন এলাকায় তীব্র উত্তেজনা। তারই অনুগামী ওম প্রকাশ যাদবের বাড়িতে ঢুকে রাজু ও রাজেন তিওয়ারি নামক দুই ব্যক্তি বন্দুকের বাট দিয়ে তাকে বেধড়ক মারধর করে প্রাণনাশের হুমকিও দিয়ে যায় বলে অভিযোগ।
তৃণমূল সাংসদ অর্জুন সিং খুব বেশিদিন হয়নি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তারই মধ্যে নিজেদের দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণ হতে হয়েছে তাকে এদিন। কয়েকদিন আগেই তাকে দলে আগমন জানিয়ে একটি মিছিল করেছিলেন তৃণমূল নেতারা তার পর থেকেই একে একে দলে তার অনুগামীর সংখ্যা আরও বাড়তে থাকে। বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যামের অনুগামী ওম প্রকাশ যাদবও এসে যোগ দেন অর্জুন শিবিরে।
ওম প্রকাশ যাদবের অভিযোগ, সোমনাথ শ্যামের অনুগামী রাজু ও রাজেন তিওয়ারি নামে দুইজন তৃণমূল সমর্থকই তার ওপর হামলা করেন। এই ঘটনার পর জগদ্দল থানায় গিয়ে তিনি সঙ্গে সঙ্গেই লিখিত অভিযোগ দায়ের করেন । তবে এখনও অব্দি পুলিশ কাউকেই গ্রেফতার করেনি'।
স্থানীয় তৃণমূল নেতা সঞ্জয় জানিয়েছেন,'এটা তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব নয় তবে কিছু নেতারা অর্জুন সিংহকে দলে মেনে নিতে পারছে না। আর এটা পুরোপুরি দলের ব্যাপার আমরা দলের ওপরেই ছেড়ে দিয়েছি পুরো ব্যাপারটা।"
আহত তৃণমূল সমর্থক ওম প্রকাশ যাদব জানিয়েছেন,'তৃণমূল সমর্থক রাজু আর রাজেন তিওয়ারি সঙ্গে ১০ ১২ জন আরও ছেলেদের নিজে এসে হঠাৎই তাকে বন্দুকের বাট দিয়ে মারতে শুরু করে। আমি এখন অর্জুন সিংহের হয়ে কাজ করি সেই রোষেই ওরা এই কাজ করেছে। আমি প্রথম থেকেই তৃণমূল করে এসেছি'।
তিনি আরও জানান,'এর আগেও তারা আমাদেরই আর একজন বিশাল বলে একটি ছেলেকে মারধর করে এরকম ভাবে এই একই কারণে। তখন আমাকে ফোন করে হুমকিও দেওয়া হয়েছিল যে এরপর আমার পালা'।
নাপোলি - ৫
ভেরোনা - ২
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জেরেই ফিফার শাস্তিভোগ, নড়েচড়ে বসেছে কেন্দ্র
রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে তুইতোকারি করে কথা বলছে,ওনার ভাষাজ্ঞান আছে, কটাক্ষ সুকান্তর
অ্যাটলেটিকো মাদ্রিদ - ৩
গেটাফে - ০
জুভেন্টাস - ৩
সাসুওলো - ০
লিভারপুল - ১
ক্রিস্টাল প্যালেস - ১
মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
২ঘণ্টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে দৌড় শেষ করে বিরাট সাফল্য আলেকসান্দ্রার
বিধাননগর ৩৪ নম্বর ওয়ার্ডের সভাপতির উদ্যোগে নারিশক্তিকে তুলে আনতেই আয়োজিত এই প্রদর্শনী ম্যাচ
অগ্নিকান্ডের ঘটনায় অভিযুক্ত রেস্তোরাঁ মালিককে গ্রেফতার করেছে চকবাজার থানার পুলিশ
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর
ব্যাজ নাম্বার দেখে সনাক্ত করা হয়েছে ২ শহীদ জওয়ানকে , পুনরায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য
গ্রেট ক্যালকাটা কিলিংসের মত ঘটনা ঘটানোর জন্য তৃণমূল যদি বিশেষ বাহিনী রাখে , তাকে রুখে দেওয়া জন্য বিজেপিও তৈরি, হুঁশিয়ারি বিজেপির
খেলা হবে দিবস উপলক্ষ্যে মানিকতলায় তৃণমূলের মিছিল
চন্দনওয়াড়ি থেকে পেহেলগাও হয়ে অমরনাথ যাওয়ার যাওয়ার পথে দুর্ঘটনা