নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - ফের হিরোর তালিকায় নাম জড়ালেন মালবাজারের সকলের প্রিয় প্রকৃত হিরো মোহাম্মদ মানিক।তবে ,এবারে প্রাণ বাঁচিয়ে নয়, বরং নিজের প্রাপ্য আবাস যোজনায় প্রাপ্ত ঘর অন্যত্র যাতে কেউ পায় সেই ব্যবস্থা করে।আবাস যোজনার তালিকায় নাম ছিল তার। কিন্তু সেই পরিষেবা ফিরিয়ে দিলেন তিনি।ঠিক গত বছর বিজয়া দশমীর দিন মাল নদীতে হড়পা বান নেমে ঘটেছিল বিপর্যয়। তাতে হতাহতের ঘটনাও ঘটেছিল। সেই বিপর্যয়ে ঝাঁপিয়ে অনেকের প্রাণ বাঁচিয়েছিলেন মানিক। পরিচয় দিয়েছিলেন সাহসিকতার। সেই মানিকই গড়লেন নতুন নজির।
স্থানীয় সূত্রে জানা গেছে,সম্প্রতি প্রধানমন্ত্রীর আবাস যোজনার তালিকায় নাম রয়েছে জলপাইগুড়ির পশ্চিম তেশিমিলার বাসিন্দা মানিকের নাম। গত সোমবার মাল পঞ্চায়েত সমিতির দফতরে পৌঁছন মানিক। সেখানে তার নাম তালিকা থেকে সরানোর জন্য বিডিওর কাছে লিখিত ভাবে আবেদন করেন তিনি।সেই সঙ্গেই তার আবেদন মঞ্জুর করেছেন বিডিও।
এই বিষয়ে মানিক জানান, ‘‘আমার থাকার মতো ঘর আছে। এই মুহূর্তে আমার ঘরের দরকার নেই। তাই আমি তা ফিরিয়ে দিলাম।’’ কার্যত এই বিষয়কে কেন্দ্র করে সমগ্র স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন তাকে।
এই বিষয়ে মালের বিডিও শুভজিৎ দাশগুপ্ত জানান, ‘‘আমরা তার এই কাজকে সাধুবাদ জানিয়েছি। খুবই ভাল কাজ করেছেন এই যুবক।’’
প্রসঙ্গত , গত বছর ৫ অক্টোবর মাসে বিসর্জন চলাকালীন হড়পা বান নামে মাল নদীতে। নদীর ভয়ঙ্কর স্রোতে ভেসে যান অনেকে। বিপত্তির জেরে মৃত্যু হয় ৮ জনের। জখম হন ১৩ জন। সেই বিপর্যয়ে ঝাঁপিয়ে নিজের প্রাণের তোয়াক্কা না করে অনেকের প্রাণ বাঁচিয়েছিলেন মানিক। এমনকি এই ঘটনায় তার বাড়িতে গিয়ে পুরস্কৃত করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক
এটি এমন কোনও বড় বিষয় নয় , পাল্টা দাবি অভিযুক্ত ওসির
সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৩৩০ জন মাইনিং শিরদার / ইলেক্ট্রিশিয়ান (নন এক্সিকিউটিভ) / ডেপুটি সার্ভেয়র / অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেকট্রিক্যাল) নিয়োগ করছে
ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের
পঞ্জাব কিংস – ১৯১/৫ (২০)
কলকাতা নাইট রাইডার্স – ১৪৬/৭ (১৬) (ডিএলএস পদ্ধতি)
স্থানীয়দের তীব্র প্রতিবাদ , পুলিশ ও বিডিওর হস্তক্ষেপে নতুন করে শুরু ক্যাম্পের কাজ
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লখনউ-দিল্লির ম্যাচ
অয়নকে জেরা করে এখনও পর্যন্ত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গেছে , আদালতে বিস্ফোরক দাবি ইডির আইনজীবীর
৩ বছর হলেই স্কুলে ভর্তি করা যাবে পড়ুয়াকে
জানলা ভেঙে এক এক করে যাত্রীদের বের করে আনলো পুলিশ
দু বেলা অন্ন জোগাড় করতে গিয়ে নাজেহাল অবস্থা পাকিস্তানের সাধারণ মানুষের
বহুবার কবরস্থানের স্থায়ী কর্মী নিয়োগ সহ সংস্করণের দাবি জানিয়েও মিলছে না ফল , অভিযোগ স্থানীয়দের
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম অপরিবর্তিত
রবিবার দশম রমজান