নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - ফের খবরের শিরোনামে ঝালদা পুরুলিয়া। দল ও নিজের পদ থেকে ইস্তফা দিলেন ঝালদা শহরের তৃণমূল কংগ্রেস সহ সভাপতি রাজেশ রায়। দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এ দিন। তার দাবি, তৃণমূলে তাকে অসম্মান করা হচ্ছে সেই কারণে আর তিনি দলে থাকছেন না।
স্থানীয় সূত্রে জানা গেছে , কয়েকদিন আগে জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোর সঙ্গে তৃণমূল কংগ্রেস সহ সভাপতি রাজেশ রায়ের একটি ছবি ভাইরাল হয়। এরপর থেকেই তৃণমূল থেকে তাকে দলবিরোধী বলে প্রচার করা হতে থাকে। যদিও রাজেশবাবু জানিয়েছেন নেপাল মাহাত তার শিক্ষক। সেই কারণে তাকে সম্মান করেন। এতে দলে বিরোধিতার কোনও বিষয় নেই।
এমনকি রাজেশ রায়ের দাবি, এ নিয়ে যাবতীয় তথ্য তিনি তৃণমূল শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিলেন। তারপরও সমানে তাকে অসম্মান করা হতে থাকে। এই পরিস্থিতিতে তিনি আর তৃণমূলে থাকছেন না। তার ইস্তফাপত্র তিনি দলীয় নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছেন বলেন জানান তিনি।
এদিন রাজেশ রায় জানিয়েছেন, “মাস তিন চারেক আগে আমায় কোনও কারণ না জানিয়ে দল থেকে শোকজ করে দেয়। আমি চিন্তিত ছিলাম কী কারণে শোকজ করল। জেলা সভাপতিকে জিজ্ঞাসা করলাম। কোনও উত্তর পাইনি। পরে অন্য একজনের থেকে জানতে পারি আমি নাকি দল বিরোধী কাজ করেছি। আমার সঙ্গে নেপালবাবুর ছবি ভাইরাল হয়েছে। তবে নেপালবাবু আমার শিক্ষক। উনি প্রাক্তন বিধায়ক। ওনার সঙ্গে আমার শুধু রাজনীতির সম্পর্ক নয়। আমি এমএ করছি। মাইগ্রেসন নিতে রবীন্দ্রভারতীতে গিয়েছিলাম। সেই সুবাদে ওনার সঙ্গে কলকাতায় দেখা হয়। সেই দেখার কারণে শোকজ করা হবে ভাবিনি। দলকে উত্তরও দিয়েছে। ইতিমধ্যে দলের অনুষ্ঠান হয়েছে। অন্যায়ভাবে বন্ধ করে যায়। এরপরই লিখিত আকারে দলত্যাগের সিদ্ধান্ত জেলা সভাপতিকে জানিয়েছি।”
জেনে নিন ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পেতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
শেষবার ১৯৭৮ সালের ব্যাঙ্কক এশিয়ান গেমসে লংজাম্প থেকে পদক এসেছিল ভারতে
বাংলার সব থেকে বড়ো জঞ্জালের নাম তৃণমূল , ভোটের আগে বিজেপি সেই জঞ্জাল পরিষ্কার করবে , স্মৃতি ইরানিকে পাশে নিয়ে দাবি সুকান্তর
গুরুদ্বার গুরু গ্রন্থ সাহিব শিখ সভা থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে
১৯৮৬ সালের ২০২৩ সালে এশিয়ান গেমস থেকে পদক এল ভারতের ঝুলিতে
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিনে
ইউনিয়ন থেকে টাকা নেওয়া হয়েছে লোগো দেওয়ার জন্য , তাহলে কেন টোটো বন্ধ হবে , প্রশ্ন চালকদের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ইংরাজি ইতিহাস
প্রাইমারী TET প্রস্তুতিতে আজ ইংরাজি গণিত পরিবেশবিদ্যা বাংলা child psychology
গত ২৩ সেপ্টেম্বর মা হয়েছেন স্বরা ভাস্কর
আজ যদি আমাদের পাকা বাড়ি থাকতো , তবে দুধের শিশু গুলিকে এভাবে মরতে হতো? বুকফাটা আর্তনাদ পরিবারের
এই নিয়ে চলতি এশিয়ান গেমস থেকে ভারতের ঝুলিতে ১৩তম সোনা এসে গেল
১৯তম এশিয়ান গেমসে জয়জয়কার ভারতীয়দের