পথ চলতি মানুষদের বেপরোয়া গতিতে ধাক্কা মারুতি ভ্যানের , গুরুতর আহত ১ শিশু ৩

নভেম্বর ২৪, ২০২২ দুপুর ০১:৩৩ IST
637f205c98153_IMG-20221124-WA0010

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হলো একটি শিশু সহ তিনজন। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত সাতমুখী বাজারে। দ্রুত গতিতে থাকা একটি মারুতি ভ্যান রাস্তায় পথচারীদের সজরে ধাক্কা মারে। এ ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা গেছে , গত বুধবার সন্ধ্যায় একটি মারুতি ভ্যান দ্রুত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পথ চলতি মানুষদের সজরে ধাক্কা মারে। এর ফলে গুরুতরভাবে জখম হয়েছে এক শিশু সহ তিনজন। স্থানীয়রাই আহতদের তড়িঘড়ি উদ্ধার করে, স্থানীয় এক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। তবে বয়স চোদ্দের আলমীর শেখ নামক বালকের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হওয়ায়, তাকে সেখান থেকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে সেখান থেকেও অবস্থা আরও আশঙ্কাজনক থাকায় তাকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এই দুর্ঘটনার পরেই সেই গাড়িটি দ্রুতগতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও পুলিশের সঙ্গে ছলচাতুরি শুরু করে অভিযুক্ত চালক। টানা কিছুক্ষণ লুকোচুরির পর নিকারীঘাটার কোড়াকাঠি এলাকায় পুলিশের ফাঁদে পরে যায় অভিযুক্ত।

তবে গাড়িতে চালক সহ মোট ছ- জন থাকলেও, এখনো পর্যন্ত তিনজনকে আটক করেছেন পুলিশ। বাকি তিনজন এখনো পলাতক। তবে পলাতক ৩ জনের হদিশ পেতে অভিযুক্তদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

ভিডিয়ো

Kitchen accessories online