নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে হুঁশিয়ারির সুর শোনা গেল। এবার সাড়ে ৪২ হাজার প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের। ২০১৬ নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিলেন বিচারপতি। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব।
২০১৬ র নিয়োগ প্রক্রিয়ায় চাকরির আবেদন জানিয়ে মামলা করেন ১৪০ জন অপ্রশিক্ষিত প্রার্থী। তাদের দাবি, সেই সময়কার নিয়ম অনুযায়ী অপ্রশিক্ষিতদের নিয়োগ করা যেত। প্রায় ৩২ হাজার অপ্রশিক্ষিত প্রার্থী ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগপত্র পেয়েছেন।
মামলাকারীদের আরও দাবি, সম্প্রতি আদালতের নির্দেশে নম্বর বিভাজন-সহ তালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকা থেকে দেখা যাচ্ছে যে, তাদের থেকেও কম নম্বর পেয়েও অনেক অপ্রশিক্ষিত প্রার্থী সুপারিশপত্র পেয়েছেন। এরপর মামলকারীদের আরও বেশ কিছু নথি পেশ করার নির্দেশ দেন বিচারপতির।
১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। ওইদিনই তা পেশের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি অবিলম্বে এই দুর্নীতির নিরসন চান। সে জন্য তিনি পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি পর্যন্ত দেন। এমনকী ঢাকি সমেত বিসর্জনের বার্তায় তিনি স্পষ্ট ইঙ্গিত করেন, কারও অঙ্গুলিহেলনে এসব হয়েছে। আধিকারিক ও কর্মীরা হাতের পুতুলের মতো কাজ করেছেন।
এদিন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘যেদিন ২০১৬-র পুরো প্যানেল বাতিল করব, সেদিন ঢাকি সমেত বিসর্জনের মানে বলব। মানিক ভট্টাচার্য পর্যন্ত পৌছনোর ক্ষমতা নেই বলে, চাকরি পায়নি মামলাকারীরা’।
ভারত - ১০১/৪ (১৯.৫)
নিউজিল্যান্ড - ৯৯/৮ (২০)
ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে ছিল একাধিক চমক
ভারত - ৬৯/৩ (১৪)
ইংল্যান্ড - ৬৮ (১৭.১)
কিছুমানুষ দলকে কালিমালিপ্ত করার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে , দাবি তৃণমূলের
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)
তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
দুজনের অবস্থা অতি আশঙ্কাজনক , ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বন বিভাগ
গ্রেফতার ১ দুষ্কৃতী
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একদিনে ১০০ সেতু , ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে , দেশবাসীর কাছে দাবি হাসিনার
ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ
বেঙ্গাইজোতের এশিয়ান হাইওয়ে-২তে মুখোমুখি সংঘর্ষ দুটি গাড়ির , আহত ৫
যখন কোনো দলীয় কর্মসূচিতে যাই, তখন কারোর ক্যারেক্টার সার্টিফিকেট দেখতে পাই না , দাবি সায়নীর
আবাস যোজনায় দুর্নীতি , দলীয় অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পরলেন তৃণমূল কর্মীরা