নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ফের প্রকাশ্যে এল এরাজ্যের শাসকদল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। রবিবার তৃণমূল নেতাকে কোপ দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল দলের কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে। বর্তমানে ওই নেতা হাসপাতালে চিকিত্সাধীন। ঘটনার তদন্তে নেমেছে বেলঘরিয়া থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , এদিন বিকালে এলাকায় এক রক্তদান শিবিরের অনুষ্ঠান থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন কামারহাটির তৃণমূল নেতা আলি রাজা। কামারহাটির পাঁচ মাথার মোড় পার করার পর স্থানীয় কাউন্সিলর আফসানা খাতুনের ছেলে নওয়াজ সিকান্দার চপার দিয়ে আলি রাজার উপরে আক্রমণ করে বলে অভিযোগ। ধারাল চপার দিয়ে এলোপাথাড়ি কোপ দেওয়া হয় তৃণমূল নেতাকে।
গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পরেন তৃণমূল নেতা আলি রাজা। তারপর স্থানীয়রাই তাকে উদ্ধার করে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে বেলঘড়িয়া থানার পুলিশ। আলি রাজার স্ত্রী আফরিন রাজা ইতিমধ্যে আলি রাজাকে হুমকি দেওয়া হচ্ছিল বলে বলে অভিযোগ করেন।
আফরিন জানিয়েছেন,'আমার স্বামী সোশ্যাল ওয়ার্কার। তৃণমূল করে। যে হামলা চালিয়েছে, সিকান্দার- সেও তৃণমূল কাউন্সিলরের ছেলে। আমার স্বামী মানুষের জন্য কাজ করে। কাউন্সিলরের অনৈতিক কাজকর্মের প্রতিবাদ করে। সেজন্যই তাকে টার্গেট করা হয়েছে। এর আগেও ওরা হামলা চালিয়েছে। তখন পুলিশে এফআইআর করেছিলাম। গত এক সপ্তাহ ধরে ওরা আমার স্বামীকে হুমকি দিচ্ছিল। সেটাও পুলিশকে জানিয়েছিলাম। এবার আবার হামলা চালাল।'
যদিও অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। কামারহাটি মোড়ে গন্ডগোলের কথা স্বীকার করলেও সেই ঘটনায় তিনি বা তার ছেলে জড়িত নয় বলে দাবি কাউন্সিলরের।তিনি জানিয়েছেন,'আলি রাজা মদ খায়। অনৈতিক কাজকর্ম করে। সেজন্য ওকে দল থেকে বাদ দিয়েছিলাম। কে ওকে মারধর করেছে জানি না।' গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে বেলঘড়িয়া থানার পুলিশ জানিয়েছে।
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস
হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ যুবক
শুধু বাড়িতেই আগুন নয় , নেশার ঘোরে স্ত্রী-কন্যাকেও বেধড়ক মারধর করার অভিযোগ মদ্যপ বেক্তির বিরুদ্ধে
অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় হাঁটুতে আঘাত