নিজস্ব প্রতিনিধি, কোচবিহার - ‘আমি এখন মুক্ত বিহঙ্গ’, তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের এমনই একটি ফেসবুক পোস্ট ঘিরে জল্পনার সৃষ্টি হয়েছে। গতকাল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির তালিকা প্রকাশ্যে আসে। সেখানে উল্লেখিত তারিখ নিয়ে কর্মীদের একাংশের সমালোচনা শুরু হলে এদিন ফের তা সংশোধন করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়।
এদিন রবীন্দ্রনাথ ঘোষের এমন ফেসবুক পোস্ট নিয়ে দলের অভ্যন্তরে চর্চা শুরু হয়েছে। দলীয় কর্মী সমর্থকদের ওই পোস্টের মধ্যেই মন্তব্য করে তাঁকে বোঝানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে। তবে শুধু ফেসবুক পোস্ট করেই ছেড়ে দেননি পুরসভার চেয়ারম্যান।
একইদিনে তাঁকে দেখা গিয়েছে দলের জেলা কমিটির কনভেনার গিরীন্দ্রনাথ বর্মণের কার্যালয়ে একটি বৈঠকেও উপস্থিত রয়েছেন তিনি। সেখানে রবীন্দ্রনাথ ঘোষ এবং গিরীন্দ্রনাথ বর্মণ ছাড়াও উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি পরিমল বর্মণ, তৃণমূল কৃষক ক্ষেত মজুর সংগঠনের জেলা সভাপতি খোকন মিয়াঁ সহ বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে দেখা যায় ওই বৈঠকে।
তৃণমূল কংগ্রেসের জন্মের আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোচবিহারের বর্ষীয়ান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। দীর্ঘ পরায় ২১ বছর দলের জেলা সভাপতির পদে ছিলেন তিনি। বাম আমলে লড়াই করে এই জেলায় সংগঠনকে শক্তিশালী করেছেন। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে পরাজয়ের পর তাঁকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও তাঁকে পরাজয়ের মুখ দেখতে হয়। এবার তাঁকে সাংগঠনিক ভাবেও কোণঠাসা করার প্রক্রিয়া তৃণমূলের অভ্যন্তরে শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।
এমতোবস্থায় তিনি একদিকে যেমন নিজেকে মুক্ত বিহঙ্গের কথা বলে রাজ্য নেতৃত্বের কাছে বার্তা পৌঁছে দিতে চাইছেন। তেমনি একই দিনে দলের বেশ কয়েকজন নেতৃত্বকে বৈঠক করে এখনও যে তাঁর কোচবিহার জেলায় দলের সংগঠনের মধ্যে যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছে, সেটাও তুলে ধরার চেষ্টা করছেন বলেই মনে করা হচ্ছে।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই বিরাটদের কোচের দায়িত্বের মেয়াদ শেষ হয়েছিল শাস্ত্রীর
রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ
‘ভবিষ্যতে যে সরকারকেই আসবে এই বোঝা বয়ে বেড়াতে হবে অনির্দিষ্টকালের জন্য’ - শুভেন্দু
দুই বছর আগে তার হাটুর অস্ত্রোপচারের উদ্দেশ্যে অর্থ প্রদান করেন সোনু সুদ
ম্যাচের শেষে ফলাফল ৬-১, ৬-২, ৬-৪
ব্রডের এক ওভারে বুমরা ২৯ রান তোলেন
নিজের ঘরেই রহস্য মৃত্যু যুবকের , খুন না আত্মহত্যা ধন্ধে পুলিশ
বিমানবন্দরে মোদিকে অভ্যর্থনা জানাতে অনুপস্থিত কেসিআর , তীব্র জল্পনা তামিল রাজনীতিতে
হাইকোর্টের পক্ষ থেকে ঈদ উপলক্ষ্যে তৈরি করা হলো ৯টি বেঞ্চ
কমিশনের রিপোর্ট কে ভ্রান্ত , তীব্র নিন্দা প্রকাশ করে বিবৃতি জারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের
ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে তাকে ছেড়ে দেওয়ার আর্জি রোনাল্ডোর
এই নিয়ে তাই জু-র কাছে ১৬ বার হারলেন সিন্ধু
২০০৭ এবং ২০১১ বিশ্বকাপ দলের সক্রিয় সদস্য ছিলেন হরভজন
মোবাইলের দোকানে চুরির ফলে আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা
প্রথম ইনিংস লিডেই জয়ী হল ভবানীপুর