নিজস্ব প্রতিনিধি , আমেরিকা যুক্তরাষ্ট্র - ফের স্থগিত হল কেনির ট্যুইটার অ্যাকাউন্ট l। তবে এবার আর পুনরুদ্ধারে সম্ভাবনা নেই। দু’বছর পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করা তারকা র্যাপার কেনি ওয়েস্ট এবার নতুন বিতর্কে জড়ালেন । সম্প্রতি তাঁর এক ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে তাকে হিটলারের প্রশংসা করতে দেখা গিয়েছে।
তার পরিপ্রেক্ষিতেই ইতিমধ্যেই ট্যুইটারের মালিক ইলন মাস্কের পক্ষ থেকে কেনির অ্যাকাউন্টটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । অবশেষে জনপ্রিয় এই র্যাপারের টুইটার একাউন্টটি স্থগিত দেখার বিষয় মুখ খুললেন ইলন।
সম্প্রতি আমেরিকার নামজাদা ব্যক্তিত্ব অ্যালেক্স জোনসের সঙ্গে এক ঘণ্টা লম্বা লাইভ স্ট্রিমে নাৎসিদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন কেনি । সেইসঙ্গে জনপ্রিয় এই তারকা অ্যাডলফ হিটলারের প্রশংসাও করেছেন । বৃহস্পতিবার কানি ওয়েস্ট জোনসের সঙ্গে এই সাক্ষাৎকারের সময়ে একটি কালো কাপড় দিয়ে নিজের মুখ ঢেকে রেখে সবাইকে অবাক করে দিয়েছেন।
কেনি তার এই সাক্ষাৎকারে বলেছেন , "হিটলার ভালো ছিলেন । এক সময় তিনি হিটলারকে সম্পূর্ণ ভালো বলে মনে করতেন। কারণ হিটলার হাইওয়ে মাইক্রোফোন আবিষ্কার করেছিলেন, যা তিনি সঙ্গীতশিল্পী হিসাবে প্রতিনিয়তই ব্যবহার করে থাকেন । সেইসঙ্গে তিনি এও বলেছেন , প্রত্যেক মানুষেরই কিছু গুণ আছে, বিশেষ করে হিটলারের, তাই তিনি হিটলারকে পছন্দ করেন।"
ট্যুইটারের মালিক ইলন মাস্ক এর আগে বলেছিলেন যে র্যাপারের অ্যাকাউন্টে একটি পোস্টে একটি স্টার অফ ডেভিডের ভিতরে স্বস্তিকা দেখায় এমন একটি চিত্র দেখানোর পরে এটি স্থগিত করা হবে। এরপর ট্যুইটার তার নিয়ম লঙ্ঘনের জন্য এটিকে ব্লক করে দেয় ।
কেনির ট্যুইটার একাউন্টটি সাসপেন্ড করার প্রসঙ্গে ইলন বলেছেন , "আমি শত চেষ্টা সত্ত্বেও তিনি আবারও সহিংসতার প্ররোচনার বিরুদ্ধে আমাদের নিয়ম লঙ্ঘন করায় অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে।”
এটাই প্রথমবার নয় । এর আগেও কেনি ওয়েস্ট ইহুদিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণে তাকে ট্যুইটার থেকে তাঁর অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়। তাঁর এই মন্তব্যের পরে তাঁর সঙ্গে ব্যবসায়িক ভাবে যুক্ত অনেককে সমস্যায় পড়তে হয়েছিল।
একই রকম ভাবে নাৎসিদের প্রশংসা কারণে আগের বারের মত এই বারও এই ধরনের মন্তব্য করার জন্য বিপদে পরলেন। সেইসঙ্গে চরম বিতর্কে জর্জরিত হলেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। তখন কোনোভাবে তার অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছিল কিন্তু ইলনের কথায় এবার স্পষ্টই বোঝা গেল এটি আর সম্ভব নয় ।
নির্মাতাদের এমন দৃশ্য কখনই সিনেমায় রাখা উচিত নয় , যা মানুষের ভাবাবেগে আঘাত করে, দাবী আদিত্যনাথের
৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ৪ দিন ধরে চললো নাট্য উৎসব
দুর্ঘটনার মুখে অভিনেত্রী ঊর্বশী ঢোলাকিয়া
পরকীয়ায় জড়িয়ে ডিভোর্সের হুমকি দিচ্ছে আদিল , দাবি রাখির
Together, We Can Cure Cancer , মিশনকে সামনে রেখে ক্যান্সারের বিরুদ্ধে চলছে লড়াই
করোনার পর আবার দর্শকদের হলমুখী দেখে উচ্ছাসিত আয়োজকরা
এই প্রথম হাজার কোটির মাইলফলক স্পর্শ করবে কোনো বলিউড সিনেমা
মৃত্যুকালীন সঙ্গীত শিল্পীর বয়স হয়েছিল ৭৭
ডাবিংয়ের জন্য ছবিটা দেখছিলাম, চোখে জল এসে যাচ্ছিল , দাবি ঋতাভরীর
কী মিষ্টি দেখতে এই জুটিকে , সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা কঙ্গনার
বিয়ের আগে মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে ক্যামেরাবন্দি অভিনেত্রী কিয়ারা
সানি লিওনের সভাস্থল থেকে মাত্র ১০০ মিটার দূরেই বিস্ফোরণ
আমি জানতাম আমার ছবিতে আপত্তিকর কিছুই নেই , দাবি পরিচালকের
জাঁকজমকপূর্ণ ভাবে অনশা-শাহিনের বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন হয়
জেনে নিন হাড়ের ক্ষয় রোধ করার জন্য কোন কোন যোগাসন করবেন