নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪পরগণা - ফের বোমাবাজি ভাটপাড়ায়ম মহালয়ার দিন পরপর বোমাবাজি , আতঙ্কে ভাটপাড়া ৭ নম্বর ওয়ার্ডের ছবু সাউ গলি এলাকার মানুষজন। সেখানে একটি বাড়ির ছাদে পরপর দুটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। যার ফলে বাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কে বা কারা এই ঘটনায় জড়িত তা এখনো জানা যায়নি। তবে ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , বাড়ির সবাই তখন ঘুমাচ্ছিলেন। তখনই কয়েকজন দুষ্কৃতী একটি বাড়ির ছাদ লক্ষ্য করে বোমাবাজি করে। তবে এই বাড়ির ব্যক্তি ওমনাথের সঙ্গে কারও শত্রুতা ছিল বলে জানা গেছে। টাকার লেনদেন নিয়েই সমস্যা তৈরি হয়েছিল। যার জেরেই এই বোমাবাজির ঘটনা ঘটেছে। নেপথ্যে আরও কিছু কারণ থাকতে পারে বলে অনুমান করছেন এলাকার মানুষজন।
যদিও দুর্গাপুজোর আগে এই ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করার পাশাপাশি , ওই ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ মোতায়েন রয়েছে। সূত্রের খবর , ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
এদিন ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক জানিয়েছেন , ‘এদিন কয়েকজন দুষ্কৃতী আমার বাড়ির ওপর বোমাবাজি করেছে। যার ফলে আমাদের বাড়ির বেশ কিছু জায়গা বোমার আঘাতে ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এই ঘটনায় আমরা বেশ আতঙ্কিত হয়ে পরেছি’।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।