ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ২০০০ , চারপাশে শুধুই হাহাকার পরিস্থিতি

অক্টোবর ০৮, ২০২৩ দুপুর ০১:৩৪ IST
65225e069535b_pro

নিজস্ব প্রতিনিধি , কাবুল - শনিবারে ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। এরপর পাঁচটি আফটার শক যাদের রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৬ থেকে ৫.৫। প্রাথমিকভাবে মৃতের সংখ্যাটা ১০০ এর কাছাকাছি খবর পাওয়া গেলেও সেই সংখ্যা দাঁড়াল ২০০০ এরও বেশি। সব মিলিয়ে বিধ্বস্ত তালিবানদের দেশ।

সূত্রের খবর , শনিবার হঠাৎই আফগানিস্তানের উত্তর-পশ্চিমের হেরাট প্রদেশে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। জানা গেছে , ভূমিকম্পটির উৎসস্থল ছিল হেরাট থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে। ভূমিকম্পের জেরে বিদ্যুৎ ও টেলিফোন পরিষেবা বিচ্ছিন্ন হয়েছে হেরাটে। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। পরিবারের পরিজনের হাহাকারের সঙ্গে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইতিমধ্যেই এই ভয়াবহ পরিস্থিতি সামলাতে হেরাটের প্রশাসন তৎপরতা দেখাচ্ছে। 

এই বিষয়ে হেরাটের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের মুখপাত্র মোল্লাহ জান বলেন, "ভূমিকম্পের জেরে অনেক জায়গা পুরোপুরি মাটিতে মিশে গিয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছে। তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পৌঁছে গেছে উদ্ধারকারী দল। কিন্তু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় কাজটা কঠিন হয়ে পড়ছে।"

প্রসঙ্গত , ২০২২ সালের জুনেও ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী থেকেছিল আফগানিস্তান। পূর্ব আফগানিস্তানে এই ভূমিকম্পের জেরে প্রাণ হারিয়েছিলেন প্রায় ১০০০ জন। কম্পনের জেরে প্রায় সব কাচা বাড়ি ভেঙে পড়েছিলো সেখানে আটকে পড়েছিলেন বহু মানুষ।আর সময়মতো উদ্ধারকারী দল সেখানে পৌঁছতে না পারায় মৃতের সংখ্যা বেড়েছিলো। সেই ধাক্কা সামলাতে না সামলাতেই ফের ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানে।

ভিডিয়ো

Kitchen accessories online