নিজস্ব প্রতিনিধি, লখনউ – সম্প্রতি চলন্ত ট্রেনে এক মহিলা কন্সটেবলের উপরে হামলার ঘটনা ঘটেছিল। শুক্রবার সকালে এই ঘটনায় প্রধান অভিযুক্তকে এনকাউন্টার করল যোগীরাজ্যের পুলিশ। আহত হয়েছে অভিযুক্তের দুই সহকারী। এমনটাই সূত্র মারফৎ খবর।
সূত্রের খবর, গত ৩০ আগস্ট সরযূ এক্সপ্রেসের একটি কামরা থেকে এক মহিলা কন্সটেবলকে রক্তাক্ত এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তার মুখে ও মাথায় গুরুতর আঘাত ছিল। তাকে লখনউয়ের হাসপাতালে ভর্তি করা হয়। এখনও সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় স্বতোঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল এলাহাবাদ হাই কোর্ট। এরপর প্রধান অভিযুক্ত আনিসকে এনকাউন্টারে খতম করে যোগীরাজ্যের পুলিশ। তার দুই সঙ্গী আজাদ খান ও বিশ্বম্ভর দয়াল আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। যদিও অভিযুক্তদের পাল্টা গুলিতে আহত হয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের এক কর্মী রতন শর্মা।