নিজস্ব প্রতিনিধি, ঢাকা - অভিনেত্রী জয়া আহসান এপার বাংলা ও ওপার বাংলা দর্শকদের মন জয় করে নিয়েছে। নায়িকার দুঃখ অভিনয়ের জন্য প্রশংসায় পঞ্চমুখ সকলেই। এবার অভিনেত্রী নতুন সিনেমা 'ফেরেশতে’ শ্যুটিংয়ের কাজ শুরু করেছেন। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় কারওয়ানবাজারে এই সিনেমার শ্যুটিং করতে গিয়ে এক অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হলেন অভিনেত্রী।
'ফেরেশতে’ হল একটি ইরানি সিনেমা। বাংলা ভাষায় তৈরি হচ্ছে এই সিনেমা। তবে জয়া আহসান অভিনীত সিনেমা পরবর্তীতে ডাবিং করে ইরান ভাষায় মুক্তি পাবে। সিনেমায় জয়া হাসানের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে রিতিকা, নন্দিনী শিমু, সুমন ফারুক সহ অন্যান্য তারকাদের।
'ফেরেশতে’ সিনেমার জন্য আয়োজিত হয়েছিল সাংবাদিক সম্মেলনের। সেখানেই সিনেমা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন নির্মাতা ও তারকারা। সেই সাংবাদিক সম্মেলনে সিনেমার নায়িকা জয়া আহসান শ্যুটিং করতে গিয়ে অভিনব অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিলেন।
এই সিনেমার নায়িকার লুক ছিল একেবারে সাদামাটা। নায়িকার লুক এতটাই সাধারণ ছিল যে নায়িকাকে রাস্তার কেউ চিনতেই পারল না। পাশাপাশি অভিনেত্রীকে দেখে মাছ বিক্রেতা টাটকা মাছের জায়গায় কম টাকায় পঁচা মাছ অফার করে বসল। তবে এটা ভাবার কারণ নেই চমক এখানেই শেষ। অভিনেত্রী সিনেমার সাজ-পোষাকেই গেটআপ গাড়িতে করে সহকারি মানিকের সঙ্গে যাচ্ছিলেন। তখন যানজটের কারণে গাড়ি দাঁড়িয়ে যায়। সেখানে এক ভিক্ষুক এসেছিল। অভিনেত্রী গাড়ির কাচ খুলতেই অভিনেত্রীর সহকারীর কাছ থেকে ভিক্ষা চাইল।
এপ্রসঙ্গে অভিনেত্রী জয়া আহসান জানিয়েছেন, 'আমি বাজারে শ্যুটিং করতে গিয়ে বেশ কিছু মজার অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। এই সিনেমার শ্যুটিংয়ের জন্য আমি সাধারণ লুকে রাস্তায় বেরিয়ে ছিলাম। সেখানে মাছ বিক্রেতা আমার সাজ পোশাক দেখে একটা টাটকা মাছ অফারও করলো না। শুধু তাই না আমাকে দেখে কোনো ভিক্ষুক ভিক্ষা চাওয়ার সাহস পেল না। আমি এই চরিত্রটা করতে পেরে খুবই আনন্দিত'।
হাওড়া ব্রিজ , ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সহ শহরের একাধিক জায়গা সেজে উঠেছে ‘তিরঙ্গা’র সাজে
প্রধানমন্ত্রীর আহ্ববানে সাড়া দিয়ে তিরঙ্গা কর্মসূচি পালন সাক্ষীর
‘সরকারি অনুদানের সিনেমা , যথেষ্ট কম পারিশ্রমিক নিয়েছি’, পাল্টা প্রতিক্রিয়া মাহির
তিরঙ্গার সাজে সেজে উঠেছে দুই ব্যস্ততম স্টেশন , অমৃৎ মহোৎসবে মাতোয়ারা রেলকর্মীরাও
শিল্পীর পরিবারকে চিকিৎসা সহ আর্থিক সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
পদ্মশ্রী ডক্টর কে. এম. ত্রিপাঠীর হাতে আইটিআই ক্যাম্পাসে ম্যাপের উদ্বোধন
আদালতের সঙ্গে সঙ্গে তিরঙ্গা রঙে সেজে উঠেছে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রও
বাড়িতে দেশের পতাকা লাগিয়ে প্রার্থনা করুন, পুজন করুন , নমন করুন, এলাকাবাসীর কাছে আবেদন সুরিন্দর সিং আলুওয়ালিয়ার
বাচ্চাদের সঙ্গে হাতেও তিরঙ্গা পতাকা নিয়ে ছেলের দীর্ঘায়ু কামনা হীরাবেনের
দলবেঁধে বলিউড ছবিকে ফ্লপ করিয়ে যারা আনন্দ পাচ্ছে পাক, অনেক দিন পর আমি মনের মতো সিনেমা দেখলাম , প্রতিক্রিয়া তসলিমার
হার ঘর তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে ভারতে এক নতুন বিপ্লবের সঞ্চার ঘটলো , উচ্ছাসিত প্রতিক্রিয়া অনুপম খেরের
গোটা বালুরঘাট শহর পরিক্রমা করে তিরঙ্গা মিছিল
জাতীয় পতাকা পেতেই হার ঘর তিরঙ্গা কর্মসূচিতে মাতলেন আনন্দ মাহিন্দ্রা
প্রধানমন্ত্রীর অভিনব কর্মসূচিতে উচ্ছাসিত ভারতীয় ডাক বিভাগ
কিছুদিন আগেই ইন্সটাগ্রাম স্টোরিতে তার নতুন গাড়ির ঝলক দেখিয়েছিলেন