ফিফা ফ্রেন্ডলি, ফের মেসি দাপট, জামাইকার বিরুদ্ধে জয় আর্জেন্টিনার

সেপ্টেম্বর ২৮, ২০২২ দুপুর ০১:০৮ IST
6333f56b92c5f_lionel-messi-argentina-national-team-goal-jamaica

নিজস্ব প্রতিনিধি, লিপজিগ - মঙ্গলবার গভীর রাতে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে জামাইকার মুখোমুখি হয় আর্জেন্টিনা। যেই ম্যাচে ৩-০ গোলে জয় পায় লিওনেল মেসির দেশ। জোড়া গোল করেন লিও মেসি। ব্রাজিল এগিয়ে থাকলে যে পিছিয়ে নেই তাদের চিরশত্রু তা আবারও বোঝা গেল।

বিজ্ঞাপন

ম্যাচের ১৩ মিনিটের মধ্যেই বিপক্ষের জাল খুঁজে পান আলভারেজ। এরপর প্রথমার্ধে একাধিক আক্রমণ করেও গোল পায়নি তারা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমণ সানায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয় গোল খুঁজে পাওয়া যেন কঠিন হয়ে পড়েছিল। যা সহজ করে দেখালেন মেসি।

দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন লিওনেল মেসি। এর ঠিক তিন মিনিটের মধ্যেই ফের গোল করেন প্রাক্তন বার্সা তারকা। ম্যাচের ৬৭ শতাংশ বল পজিশন নিয়ে ১৭ টি শট নেয় আর্জেন্টিনা। অপরদিকে মাত্র ২ টি শট নেয় জামাইকা।

ভিডিয়ো

Kitchen accessories online