নিজস্ব প্রতিনিধি, লিপজিগ - মঙ্গলবার গভীর রাতে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে জামাইকার মুখোমুখি হয় আর্জেন্টিনা। যেই ম্যাচে ৩-০ গোলে জয় পায় লিওনেল মেসির দেশ। জোড়া গোল করেন লিও মেসি। ব্রাজিল এগিয়ে থাকলে যে পিছিয়ে নেই তাদের চিরশত্রু তা আবারও বোঝা গেল।
ম্যাচের ১৩ মিনিটের মধ্যেই বিপক্ষের জাল খুঁজে পান আলভারেজ। এরপর প্রথমার্ধে একাধিক আক্রমণ করেও গোল পায়নি তারা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমণ সানায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয় গোল খুঁজে পাওয়া যেন কঠিন হয়ে পড়েছিল। যা সহজ করে দেখালেন মেসি।
দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন লিওনেল মেসি। এর ঠিক তিন মিনিটের মধ্যেই ফের গোল করেন প্রাক্তন বার্সা তারকা। ম্যাচের ৬৭ শতাংশ বল পজিশন নিয়ে ১৭ টি শট নেয় আর্জেন্টিনা। অপরদিকে মাত্র ২ টি শট নেয় জামাইকা।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।