বিঘে বিঘে জমির গমে, দাউ দাউ করে আগুন লাগল

এপ্রিল ০৫, ২০২১ দুপুর ১২:৫৪ IST
606ab17f3c7b3_Small_Ground_Fires

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর - দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন। ভস্মীভূত হয়ে গেল কয়েকশো বিঘা জমির গম।

দক্ষিণ দিনাজপুরের, হরিরামপুরের সোনাহানে, গমের নাড়া পোড়াতে গিয়ে, দুর্ঘটনাটি ঘটে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।

রবিবার বিকেল থেকে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনসহ স্থানীয় প্রশাসন এবং স্থানীয় বাসিন্দারা। তবে রবিবার রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন দমকলকর্মী থেকে স্থানীয় বাসিন্দা সকলেই।

স্থানীয় সূত্রে খবর, আগুনের লেলিহান শিখা এতটাই প্রবল ছিল, যে কয়েক কিলোমিটার দূর থেকেও দাউদাউ করে আগুন জ্বলার দৃশ্য চোখে পড়ছিল। যদিও এখনও পর্যন্ত জানা যায়নি, কত বিঘা জমির গম নষ্ট হয়েছে এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

ভিডিয়ো

Kitchen accessories online