একই গ্রামের দুটি পাড়ায় আগুন

এপ্রিল ০২, ২০২১ বিকাল ০৭:৫৬ IST
606728c662643_2 606728c67906b_3 606728c69153e_1

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া - বাঘমুন্ডিতে একই গ্রামে পর পর দুটি পাড়ায় খড়ের গাদায় আগুন লাগার ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। ঘটনাটি ঘটেছে বাঘমুন্ডি থানার তোরাং গ্রামের মাহাতো পাড়া ও কুমার পাড়ায়।

সূত্রের খবরে জানা গেছে, মাহাতো পাড়া ও কুমার পাড়ার ঘেঁষা স্থানে দুই পরিবারের খড়ের উপর হঠাৎ আগুন ধরে যায়। আগুন দেখেই বাসিন্দারা আগুন নেভানোর কাজে সক্রিয় ভূমিকা নেন এবং তৎক্ষণাৎ দমকলকে খবর দেওয়া হয়। 

ঘন্টাখানেকের মধ্যে দমকল বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে। দমকল বাহিনী ও বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু ওই আগুনে পুড়ে যায় প্রচুর খড় ও আঙিনাতে থাকা কয়েকটি আসবাব পত্র।

মাহাতো পাড়ার আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার নিলম্বর মাহাতো, কমলা মাহাতো ও পঞ্চমী মাহাতো জানান, তাদের প্রায় দশ হাজার আটি খড়ের ক্ষতি হয়েছে। কিভাবে খড়ের গাদায় আগুন লেগেছে সে সম্পর্কে তাদের কোনো অনুমান নেই। এই ক্ষতির কিছু ক্ষতিপূরণ পেলে তাদের খুবই ভালো হয়। 

অন্যদিকে কুমার পাড়ায় বিজলা কুমার, বীনা কুমার ও কনকলতা কুমার বলেন, তাদের প্রায় কুড়ি হাজারের মতো খড়ের আটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাড়ির দেওয়ালের কিছু অংশ আগুনে পুড়ে গেছে এবং আঙিনায় থাকা খাটিয়া সহ পোষা ছাগলও আগুনে পুড়েছে। তাই তাদের প্রশাসনের কাছে অনুরোধ এই ক্ষতির কিছু ক্ষতিপূরণ তারা যেন পায়। 

ভিডিয়ো

Kitchen accessories online