নিজস্ব প্রতিনিধি, মালদহ - সামনে বিধানসভা ভোট। সরগরম গোটা রাজ্য। এরই মধ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদায়। মালদাহের গাজোল থেকে উদ্ধার করা হয় সেভেন এমএম পিস্তলসহ চারটি কার্টুজ। গ্রেফতার করা হয় ৪জন কে। তারা প্রত্যেকেই বিহারের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। আর এক জন কালিয়াচকের বাসিন্দা। মালদহর পুলিশ অধিকার জানান এই দলটি ভোটের আগেই মূলত আগ্নেয়াস্ত্র ও ব্রাউন সুগারের ব্যবসার জন্য আসে। এদের থেকে চব্বিশ হাজার পাঁচশো টাকাও উদ্ধার করা হয়।