ভোটের মধ্যেও ভাঙ্গন অব্যাহত ঘাসফুলে

এপ্রিল ০৩, ২০২১ দুপুর ১১:২৯ IST
60673072b4bd1_IMG-20210402-WA0036

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান - একুশের বিধানসভা নির্বাচন শুরু হয়ে গেছে। এরই মধ্যে ফের ভাঙ্গন জেলা তৃণমূল কংগ্রেসে। শুক্রবার জিতেন্দ্র তিওয়ারি হাত ধরে তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বহুলা থেকে চারজন ও কেন্দ্রা থেকে একজন পঞ্চায়েত সদস্য।

নিঘার একটি বেসরকারী হোটেলে সাংবাদিকদের সম্মুখে জিতেন্দ্র তিওয়ারির হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে, পাঁচজন পঞ্চায়েত কর্মী যোগ দিলেন বিজেপিতে।

তৃনমূল কর্মীদের শিবির বদলের পর জিতেন্দ্র তিওয়ারি সাংবাদিকদের জানান,"এই সদস্যরা দীর্ঘদিন ধরে টিএমসির সাথে যুক্ত ছিলেন কিন্তু বর্তমানে পাণ্ডবেশ্বরের টিএমসি প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্য কাজ করতে পারছিলেন না। তাই তাঁদের এই পদক্ষেপ।"

বিধানসভা নির্বাচন চলাকালীন তৃণমূল শিবিরে এই ভাঙ্গনের ফলে বিপদে পড়তে পারে পাণ্ডবেশ্বরের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী এমনটাই দাবি একাংশের।

ভিডিয়ো

Kitchen accessories online