নিজস্ব প্রতিনিধি , কলকাতা – গত ৫ সেপ্টেম্বর ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ফ্ল্যাট দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে।এবার সেই দুর্নীতি কাণ্ডে বুধবার অভিনেত্রী রুপলেখ মিত্রকে জিজ্ঞাসাবাদ করে ইডি। গত সপ্তাহের বুধবারেই নোটিশ পাঠানো হয় অভিনেত্রীকে।
সূত্রের খবর , সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার নামে একটি সংস্থার ডিরেক্টর ছিলেন নুসরত।ওই সংস্থার নামে কোটি কোটি টাকা নিয়ে, ফ্ল্যাট না দিয়ে, ওই টাকায় নিজের বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বলে অভিযোগ। সেই এক সংস্থার ওপর একজন ডিরেক্টর হলেন অভিনেত্রী রূপলেখা মিত্র। তার বিরুদ্ধেও সেই এক অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১২ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে যান তিনি। টানা ৪ ঘণ্টা চলে জিজ্ঞাসাবাদ।
প্রতারণায় অভিযুক্ত রুপলেখা মিত্র ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডে’র অন্যতম ডিরেক্টর ছিলেন রুপলেখা। তবে সাইনিং অথরিটি ছিলেন না বলে দাবি রূপলেখার। রিয়েল এসস্টেট কোম্পানির ডিরেক্টর হওয়ার সময় চুক্তি পত্র কি ছিল। তিনি যে ঋণ নেওয়ার কথা বলেছিলেন তাতে কত পরিমান সুদ দিয়েছিলেন। কোন শর্তে ঋণ নিয়েছিলেন তিনি। কোম্পানির কোটি কোটি টাকা কোথায়। এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদ রূপলেখাকে করা হয় সিজিও কমপ্লেক্সে।
উল্লেখ্য , সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচারের তরফ থেকে ২০১৪-১৫ সালে চার’শো-র বেশি প্রবীণ নাগরিক সাড়ে ৫ লক্ষ টাকা করে একটি সংস্থায় অর্থ জমা করেছিলেন। বদলে তাদের এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বছরের পর বছর ঘুরলেও সেই প্রতিশ্রুতি অনুযায়ী ফ্ল্যাট মেলেনি। টাকাও ফেরত পাননি বলে অভিযোগ। সেই প্রতারণার অভিযোগেই অভিনেত্রী রূপরেখা মিত্রকে তলব। করল ইডি ।
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ও কার্ড সোয়াইপিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে তার ভাই আবেদন জানান