নিজস্ব প্রতিনিধি, কলকাতা - আজ রাজ্যেজুুড়ে চতুর্থ দফার নির্বাচন। রাজ্যের মোট ৫টি কেন্দ্রের ৪৪ টি আসনে ভোটগ্রহন হবে চতুর্থ দফায়। দেখে নিন বিস্তারিত তথ্য -
হাওড়া (৯) - বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পুর্ব, ডোমজুড়।
হুগলী (১০) - উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, চন্ডীতলা।
দক্ষিণ ২৪ পরগণা (১১) - সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পুর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ।
আলিপুরদুয়ার (৫) - কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট।
কোচবিহার (৯) - মেখলিগঞ্জ, মাথাভাঙ্গা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ।