নিজস্ব প্রতিনিধি, ফ্রান্স - পঞ্চম দেশ হিসেবে কাতার বিশ্বকাপের মূলপর্বে পৌঁছাল ফ্রান্স। দেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন কিলিয়াম এমবাপে। এই তরুণ ফুটবলারের চার গোলের সৌজন্যে কাজাখস্তানকে ৮-০ ব্যবধানে বিধ্বস্ত করে কাতার বিশ্বকাপের টিকিট পেয়ে গেল গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
গ্রুপ ডি-র ম্যাচে দুর্বল কাজাখস্তানের বিরুদ্ধে ৩২ মিনিটেই হ্যাটট্রিক সম্পূর্ণ করে ফেলেন এমবাপে। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন করিম বেঞ্জেমা। একটি করে গোল করেন আদ্রিয়েন হাভিয়ো এবং আঁতোয়া গ্রিজম্যান। খেলার শেষের দিকে নিজের চতুর্থ গোল করেন এমবাপে।
উল্লেখ্য, ৬৩ বছর পর ফ্রান্সের কোনও ফুটবলার এক ম্যাচে চার গোল করলেন। শেষ বার এই কাজ করেছিলেন জাঁ ফঁতে। ১৯৫৮ বিশ্বকাপে পশ্চিম জার্মানির বিরুদ্ধে চার গোল করেছিলেন তিনি। ম্যাচ শেষে এমবাপে বলেছেন, “যোগ্যতা অর্জন করাটাই আমাদের মূল লক্ষ্য ছিল। সেটা খুব ভালো ভাবেই করেছি। গোলের তালিকায় অনেকেই নাম তুলেছে দেখে ভাল লাগছে।”
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
নানারকম অনুষ্ঠানে অংশ নেয় এই একদল যুবক-যুবতী
দেশের হয়ে বিদেশের মাটিতে ফুটবল খেলবেন তাঁরা
গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে
জস হ্যান্ডির বলে হতবাক ক্রিকেট বিশেষজ্ঞরা
অর্থ বিনিয়োগ করছেন সত্য নাদেল্লা ও শান্তনু নারায়ণ
আগামী ৬ ই জুন থেকে শুরু রঞ্জির নকআউট পর্ব
বৃষ্টির ফলে ব্যাঘাত ঘটতে পারে গুজরাত-রাজস্থান ম্যাচ
রায়গঞ্জ যোগা অ্যাকাডেমি থেকে অংশ নেন মোট ২৭ জন শিক্ষার্থী
ভারত - ২
জাপান - ৫