নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রাপ্তবয়স্করা করোনা ভাইরাসের ভ্যাকসিন নিলে বিনামূল্যে পাবেন গাঁজা। ওয়াশিংটনের লিকার অ্যান্ড ক্যানাবিস বোর্ড (এলসিবি) ভ্যাকসিন প্রয়োগের এই উদ্যোগের নাম দিয়েছে ‘জয়েন্টস ফর জ্যাবস’। অঙ্গরাজ্যের ভ্যাকসিন কর্মসূচিকে আরো গতিশীল করতেই তারা এই উদ্যোগ নিয়েছে। সংস্থাটি জানায়, এই প্রচারণায় অংশ নিতে ইতিমধ্যেই তারা কয়েকজন গাঁজা বিক্রেতার কাছ থেকে আবেদন পেয়েছে।
২১ বছর বা তার বেশি বয়সীরা এই অফারের আওতায় থাকবেন। আগামী ১২ই জুলাই পর্যন্ত চলবে এই অফার। এর আগে ভ্যাকসিন নিলে বিনামূল্যে বিয়ার, ওয়াইন ও ককটেল দেওয়ার ঘোষণা করেছিল এলসিবি। এর কয়েক দিন পরেই এলো গাঁজা বিতরণের ঘোষণা।
সারা যুক্তরাষ্ট্র জুড়েই বিভিন্ন অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ ভ্যাকসিন প্রয়োগের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে নানান উদ্যোগ নিয়েছে। এগুলোর মধ্যে ফ্রি ডোনাট থেকে শুরু করে বিয়ার, বেসবল খেলার টিকিট, এমনকি মিলিয়ন ডলারের লটারি পর্যন্ত রয়েছে।