নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ - তৃতীয় দফা ভোটের আগে ২ ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদের সুতিতে। খবর পেয়ে পুলিশ সুতির আমবাগান সংলগ্ন এলাকা থেকে বোমা ভর্তি ২টি ড্রাম উদ্ধার করে। নিরাপত্তার জন্য পুরো এলাকা ঘিরে দেওয়া হয়েছে। পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, বিশেষ কোনো রাজনৈতিক দল এই বোমা মজুত করছিল।
জানা যাচ্ছে, অত্যন্ত স্পর্শকাতর এই এলাকা যার একদিকে বাংলাদেশ, অন্যদিকে ঝাড়খন্ড। এই অঞ্চলেই মন্ত্রী জাকির হুসেন দেড় মাস আগে বোমায় আহত হয়েছিলেন। তাঁর বাড়ি থেকে মাত্র ২ কিমি দূরে শুক্রবার এই ঘটনা ঘটেছে যা পুলিশকে রীতিমতো চিন্তায় ফেলেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে।