ফুলের কারুকাজ করে সুন্দরভাবে সাজিয়ে তুলুন ঘরের ফ্রেমকে

সেপ্টেম্বর ২৮, ২০২৩ সকাল ০৯:৫৫ IST
65148edca31bc_images - 2023-09-28T014955.603

অমৃতবাজার এক্সক্লুসিভ - আপনারা বাইরে থেকে ফুল তুলে এনে দেওয়ালের ফ্রেম তৈরি করে নিতে পারেন। এই ফ্রেমটি খুব স্বল্প ব্যয়ে এবং খুব সহজেই তৈরি করা যাবে। এই ফ্রেমটি একটি বাস্তব ফুল থেকে তৈরি করা যায় তাই জিনিসটি দেখতে মোহনীয় লাগে। বাস্তব ফুল দিয়ে তৈরি ঘরের ফ্রেমটি শোভা বৃদ্ধি করার জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। ঘরের দেওয়ালে সাজিয়ে রাখলে এটি চমৎকার এবং সুন্দর দেখতেও লাগবে।

কী কী লাগবে?
ফুল,ওয়াল ফ্রেম।

কিভাবে বানাবেন ?
আপনার পছন্দের একটি ফুল ব্যবহার করে নিতে পারেন। সেটি গাছ থেকে তুলে অথবা দোকান থেকে তাজা কিনে এনে খুব ভালোভাবে শুকাতে দেবেন। ফুলটি বইয়ের পাতার মাঝে রেখে অনেক দিন ভালো করে চেপে রাখবেন।এবার কয়েকদিন পর, আপনি এটিকে বের করে একটি ওয়াল ফ্রেমের আয়নার মধ্যে ঢুকিয়ে দেওয়ালে সাজিয়ে রাখতে পারবেন। এতে দেওয়ালটির সৌন্দর্য বৃদ্ধি পাবে।

ভিডিয়ো

Kitchen accessories online