নিজস্ব প্রতিনিধি, মুম্বাই - ১৬ মে ব্যাঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ফ্যাট ফ্রি কসমেটিক সার্জারি করার সময় মৃত্যু ঘটে কন্নড় অভিনেত্রী চেতনা রাজের। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ২১ বছর। গীখা, ডোরেসানি ধারাবাহিক গুলির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। এই অস্ত্রপ্রচারের কথা অভিনেত্রীর মা,বাবা জানতেন না, ডাক্তাদের অবহেলার জন্যই মেয়ের মৃত্যু ঘটেছে বলে দাবি করেছেন তারা।
এদিন সকালে ফ্যাট ফ্রী সার্জারি করার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন চেতনা। সকালে অস্ত্রোপচার শেষ হয়ে গেলেও সন্ধ্যেবেলা অস্ত্রোপচারের পরবর্তী কিছু শারীরিক জটিলতার সম্মুখীন হতে হয় তাকে এবং এর কিছুক্ষণ পরই তার মৃত্যু ঘটে। অভিনেত্রীর মা-বাবা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আজ সকালে তার মৃতদেহটি রামাইয়া হাসপাতালে ময়না তদন্তের উদ্দেশ্যে স্থানান্তরিত করা হয়। ওজন কমানোর জন্য সার্জারি বা ডায়েট কোনো কোনো ক্ষেত্রে যে মারাত্মক রূপ ধারণ করতে পারে তা আরও একবার সামনে এলো অভিনেত্রী চেতনা রাজের অকাল মৃত্যুর খবরের মধ্যে দিয়ে।