নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - গান ম্যানের বন্ধুকের গুলিতে মৃত্যু কারখানার নিরাপত্তারক্ষীর। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে প্রায় আটটা নাগাদ দেন্দুয়া এলাকায় অবস্থিত চাবড়া ইস্পাত প্রাইভেট লিমিটেড কারখানায় আনন্দ আরিন্দা নামক বিএসএস সিকিউরিটি কোম্পানিতে।ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , আজ সকালে কারখানার গানম্যান আশীষ দাস তার সহকর্মী আনন্দ আরবিন্দাকে দিয়ে বাইরে নাস্তা করতে যায়। সেই সময় আশীষ দাসের বন্দুক দিয়ে নিজেকে গুলি করেন আনন্দ আরবিন্দা। তার বুকে গুলি লাগে বলে জানা গেছে।
এরপর ঘটনার খবর পেয়ে কারখানায় ছুটে আসে সালানপুর থানার ও কল্যানেশ্বরী ফারির পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তবে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা গেছে। পুলিশ বন্দুকটি বাজেয়াপ্ত করে। তবে ঘটনাস্থল থেকে গান ম্যান আশীষ দাস পালিয়ে গেছে। এদিকে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এপ্রসঙ্গে কারখানার এক কর্মী জানিয়েছেন,'আমরা কাজ করছিলাম সেই সময় হঠাৎ এক আওয়াজ হয়। তারপর আমরা তাকিয়ে দেখি আনন্দ আরবিন্দা মাটিতে পরে আছে। ভয় পেয়ে লোকজন জড়ো করি তখন জানতে পারি গুলি লেগেছে আনন্দর গায়ে।'
লখনউ সুপার জায়ান্টস – ১৯৩/৬ (২০)
দিল্লি ক্যাপিটালস – ১৪৩/৯ (২০)
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
এই বিশেষ দিনে ছোটো দের উৎসাহ, উদ্দীপনা ছিলো দেখার মতো
২৭ জন শিক্ষার্থীর উপস্থিতিতে দুপুর ২ টো থেকে রাত ৮ টা পর্যন্ত চলে এই কর্মশালা
AIIMS এ BECIL এর মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর / পেশেন্ট কেয়ার ম্যানেজার / পেশেন্ট কেয়ার কো-অরডিনেটর / রেডিওগ্রাফার / মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট পদে ১৫৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে
পুর মাতা-পিতার উপস্থিতিতে সম্পন্ন হল দুয়ারে ক্যাম্পের প্রথম দিন
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক
এটি এমন কোনও বড় বিষয় নয় , পাল্টা দাবি অভিযুক্ত ওসির
সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৩৩০ জন মাইনিং শিরদার / ইলেক্ট্রিশিয়ান (নন এক্সিকিউটিভ) / ডেপুটি সার্ভেয়র / অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেকট্রিক্যাল) নিয়োগ করছে
ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের
পঞ্জাব কিংস – ১৯১/৫ (২০)
কলকাতা নাইট রাইডার্স – ১৪৬/৭ (১৬) (ডিএলএস পদ্ধতি)
স্থানীয়দের তীব্র প্রতিবাদ , পুলিশ ও বিডিওর হস্তক্ষেপে নতুন করে শুরু ক্যাম্পের কাজ
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লখনউ-দিল্লির ম্যাচ
অয়নকে জেরা করে এখনও পর্যন্ত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গেছে , আদালতে বিস্ফোরক দাবি ইডির আইনজীবীর