আজকের বিষয় - ANM & GNM প্রস্তুতিতে পরিবেশবিদ্যা
প্রশ্ন -
1. কয়টি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত হয় একটি ওজোন অণু ?
[A] দু'টি
[B] তিনটি
[C] চারটি
[D] পাঁচটি
2. গ্রীণহাউস গ্যাস হল-
[A] কার্বন ডাই অক্সাইড, মিথেন, সি.এফ.সি.
[B] অক্সিজেন
[C] হাইড্রোজেন
[D] নাইট্রোজেন
3. যারা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না তাদের বলে—
[A] স্বভোজী
[B] উৎপাদক
[C] জীবাণু
[D] পরভোজী
4. চিল্কা হ্রদ কোন্ রাজ্যে অবস্থিত?
[A] আসাম
[B] ওডিশা
[C] অন্ধ্রপ্রদেশ
[D] মহারাষ্ট্র
5. নাইট্রোজেন অক্সাইডের উৎস হল—
[A] যানবাহনের কালো ধোঁয়া
[B] জীবাশ্ম জ্বালানির দহন
[C] সালফাইড আকরিক থেকে সালফার নিষ্কাশন
[D] সীসা, দস্তা এবং তামা নিষ্কাশনের চুল্লী
6. রিও সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় ?
[A] ১৯৩৩
[B] ১৯৯২
[C] 2003
[D] 2005
7. বিনিময়যোগ্য বা সুস্পষ্ট সম্পদ হল—
[A] স্বাস্থ্য
[B] জ্ঞান
[C] সামাজিক ঐক্য
[D] পেট্রোলিয়াম
8. কোন্ সপ্তাহে অরণ্য পালন করা হয় ?
[A] ১৪-২০ জুন
[B] ১৪- ২০ জুলাই
[C] ১৪-২০ আগস্ট
[D] ১৪-২০ সেপ্টেম্বর
9. স্বাধীন ভারতে কত সালে প্রথম জাতীয় বননীতি ঘোষণা করা হয় ?
[A] ১৯৪৮ সালে
[B] ১৯৫০ সালে
[C] ১৯৫২ সালে
[D] ১৯৫৪ সালে
10. কত সালে ভারতীয় বন সংরক্ষণ আইন চালু করা হয়?
[A] ১৯৫২ সালে
[B] ১৯৭৫ সালে
[C] ১৯৭৮ সালে
[D] ১৯৮০ সালে
এই সপ্তাহের সকল প্রশ্নের উত্তর পাবেন আগামী রবিবার (০৪.০৬.২০২৩)
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে