আজকের বিষয়- WBCS ভারতীয় সংবিধান ও অর্থনীতি
প্রশ্ন -
১. ভারতীয় সংবিধানের কোন্ সংশোধনীর দ্বারা নাগরিকদের মৌলিক কর্তব্য সংবিধানে সংযোজিত হয়?
[A] 40 তম
[B] 41 তম
[C] 42 তম
[D] 43 তম
২. ভারতের সংসদ গঠিত হয়েছে -
[A] রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা কে নিয়ে
[B] রাজ্যসভা ও লোকসভা কে নিয়ে
[C] প্রধানমন্ত্রী, স্পিকার ও লোকসভা নিয়ে
[D] কোনোটিই নয়
৩. পশ্চিমবঙ্গের নিজস্ব শিল্পনীতি ঘোষিত হয় -
[A] 1993 সালে
[B] 1994 সালে
[C] 1995 সালে
[D] 1996 সালে
৪. পঞ্চায়েতি রাজের ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধির জন্য সুপারিশ করে -
[A] জৈন কমিশন
[B] মেহেতা কমিটি
[C] মন্ডল কমিটি
[D] কোনোটিই
৫. কবে ভারতের রিজার্ভ ব্যাংক স্থাপিত হয় ?
[A] 15 আগস্ট 1935
[B] 1 এপ্রিল 1935
[C] 15 আগস্ট 1947
[D] 1 এপ্রিল 1947
৬. কোন্ বছর ভারতের লোকসভায় প্রথম অনাস্থা প্রস্তাবনা আনা হয়?
[A] 1960
[B] 1962
[C] 1963
[D] 1964
৭. পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানগুলির ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি করতে পারে -
[A] রাষ্ট্রপতি
[B] রাজ্যপাল
[C] রাজ্য সরকার
[D] কেন্দ্রীয় সরকার
৮. অর্থ বিল কোথায় উত্থাপন করা হয়?
[A] শুধুমাত্র রাজ্যসভায়
[B] শুধুমাত্র লোকসভায়
[C] লোকসভায় ও রাজ্যসভায়
[D] কোনোটিই নয়
৯. Prohibition কথাটির অর্থ হল -
[A] কোন অধিকারে
[B] নিজ দায়িত্ব পালন করুন
[C] দায়িত্ব পালনে বিরত থাকুন
[D] আমারা আদেশ করি
১০. জাতীয় আয় কোন্ সংস্থা পরিমাপ করে?
[A] NDC
[B] NSSO
[C] CSO
[D] ফিনান্স কমিশন
এই সপ্তাহের সকল প্রশ্নের উত্তর পাবেন আগামী রবিবার (১৭.০৯.২০২৩)
ভারত – ৩
হংকং – ০
ANM & GNM প্রস্তুতিতে আজ সাধারণজ্ঞান
ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬
১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
বিজেপির রাজ্য সভাপতি না আসা পর্যন্ত তালা বন্ধই থাকবে কার্যালয় , হুঁশিয়ারি কর্মীদের
বান্ধবী ভেবে অভিযুক্ত মহিলাকে বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা ধার দিয়েছিলেন অন্য সেনা কর্মীরা স্ত্রীরা
আজ থেকেই সাগরে যাওয়ার জন্য মৎস্যজীবীদের নিষেধ করেছে আবহাওয়া দফতর
রাজভবনের পক্ষ থেকে এই পুরস্কারের নাম রাখা হয়েছে দুর্গাভারত সম্মান
হলুদ,চিনি,লেবু দিয়েই উজ্জ্বল করে তুলতে পারেন ঠোঁট
সপ্তর্ষিরা ব্রহ্মার শরীর থেকে জাত হয়নি, হয়েছেন তার মন থেকে , একারণে তাদের মানসপুত্র বলা হয়
দেখে নিন কিভাবে বাঁশকে সুন্দর কারুকার্য করে ঘর সাজানোর কাজে ব্যবহার করবেন
শুধু বিয়ে নয় , হানিমুনেও আপনার যথেষ্ট টাকা বাঁচবে এই পদ্ধতিতে