আজকের বিষয়- WBCS ভূগোল
প্রশ্ন -
১. ভারতীয় সংবিধানের কোন্ সংশোধনীর দ্বারা নাগরিকদের মৌলিক কর্তব্য সংবিধানে সংযোজিত হয়?
[A] 40 তম
[B] 41 তম
[C] 42 তম
[D] 43 তম
২. ভারতের সংসদ গঠিত হয়েছে -
[A] রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা কে নিয়ে
[B] রাজ্যসভা ও লোকসভা কে নিয়ে
[C] প্রধানমন্ত্রী, স্পিকার ও লোকসভা নিয়ে
[D] কোনোটিই নয়
৩. পশ্চিমবঙ্গের নিজস্ব শিল্পনীতি ঘোষিত হয় -
[A] 1993 সালে
[B] 1994 সালে
[C] 1995 সালে
[D] 1996 সালে
৪. পঞ্চায়েতি রাজের ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধির জন্য সুপারিশ করে -
[A] জৈন কমিশন
[B] মেহেতা কমিটি
[C] মন্ডল কমিটি
[D] কোনোটিই
৫. কবে ভারতের রিজার্ভ ব্যাংক স্থাপিত হয় ?
[A] 15 আগস্ট 1935
[B] 1 এপ্রিল 1935
[C] 15 আগস্ট 1947
[D] 1 এপ্রিল 1947
৬. কোন্ বছর ভারতের লোকসভায় প্রথম অনাস্থা প্রস্তাবনা আনা হয়?
[A] 1960
[B] 1962
[C] 1963
[D] 1964
৭. পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানগুলির ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি করতে পারে -
[A] রাষ্ট্রপতি
[B] রাজ্যপাল
[C] রাজ্য সরকার
[D] কেন্দ্রীয় সরকার
৮. অর্থ বিল কোথায় উত্থাপন করা হয়?
[A] শুধুমাত্র রাজ্যসভায়
[B] শুধুমাত্র লোকসভায়
[C] লোকসভায় ও রাজ্যসভায়
[D] কোনোটিই নয়
৯. Prohibition কথাটির অর্থ হল -
[A] কোন অধিকারে
[B] নিজ দায়িত্ব পালন করুন
[C] দায়িত্ব পালনে বিরত থাকুন
[D] আমারা আদেশ করি
১০. জাতীয় আয় কোন্ সংস্থা পরিমাপ করে?
[A] NDC
[B] NSSO
[C] CSO
[D] ফিনান্স কমিশন
এই সপ্তাহের সকল প্রশ্নের উত্তর পাবেন আগামী রবিবার (২৪.০৯.২০২৩)
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর