নিজস্ব প্রতিনিধি , হুগলী - রাজ্যে পঞ্চায়েতের সন্ত্রাসে প্রায় ৩৮ জনের মৃত্যু হয়েছে।তাই গতকাল রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে মৃত্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেন, বাঙালি হিসেবে লজ্জিত। এবার তাকে পালটা আক্রমণ করলেন দলীয় সাংসদ অপরূপা পোদ্দার ৷তৃণমূল বিধায়ককে দলেরই সাংসদের আক্রমণ, 'বাম আমলে ভোট হিংসায় মৃত্যু নিয়ে চুপ ছিলেন কেন ? তখন বাঙালি হিসেবে লজ্জিত মনে হয়নি ? ঘরের শত্রু বিভীষণ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলীয় সাংসদ অপরূপা পোদ্দার বলেন , " আপনি তৃণমূলের এমএলএ আছেন। সিপি থাকাকালীন সাকির আলি অভিযোগ এনেছিল, তখন আপনাকে বাঁচিয়ে সাকির আলিকে বলি করা হল। আপনি সিপি হিসাবে জাল কারবাইন ধরেছেন অপরাধীদের সঙ্গে ষড়যন্ত্র করে। সেখানে সরকারের কোনও স্বার্থ ছিল না, আপনার নিজের স্বার্থ ছিল। গত বছর আপনার বাড়িতে কী ঘটনা ঘটেছিল সেটা কি ট্যুইট করতে হবে? আপনি সংখ্যালঘুদের মুখ হিসেবে দলকে চাপে ফেলার চেষ্টা করবেন না। আপনি বাম আমলে পুলিশ অফিসার থাকাকালীন অনেক সংখ্যালঘুকে হত্যা করেছেন মনে করে দেখুন।"
তিনি বলেন , " রাজনীতির লোক না হলে সমাজের যে কোনও লোক সে টোটোওয়ালাই হোক বা আইপিএস অফিসার, এরকম ভুল ভাল বকে। হুমায়ুন সাহেব নিজেই বলছেন ২০০৮ সালে মুর্শিদাবাদে নির্বাচনের দিন অনেক মানুষ খুন হয়েছিলেন, তো তখন তিনি কিছু বলেননি কেন? ২০১৯ সালে পুলওয়ামা হামলায় ভারতীয় জওয়ানরা মারা গিয়েছিলেন, ভারতবাসী হিসেবে লজ্জিত ছিলেন না গর্বিত ছিলেন সেটা কেন বলেননি? আজকে অনেক বড় বড় কথা বলছেন।"
এদিকে সিপিএমকে তুলোধোনা করে তিনি বলেন , " কিন্তু জেনে রাখবেন আমরা যা হয়েছি সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। হয়তো ওনার মনোমতো ডেবরায় প্রার্থী হয়নি, সেই কারণেই এই ধরনের ভুলভাল বকছেন। আপনি বলছেন বর্ধমান সিপিএমের দুর্গ ছিল। আপনি কে হে মশাই? মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে। আর আপনার শ্বশুর তো সিপিএমের নেতা ছিল। পুরো বর্ধমান জানে। আপনি কার জন্য কী করেছেন সেটা মানুষ জানে আর ঈশ্বর জানে। আপনি মনে রাখবেন আপনি সংখ্যালঘুদের মুখ নন, মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের মুখ বাংলার নয় গোটা দেশের। মনে রাখবেন জনগণের পঞ্চায়েত হবে। যতই বিরোধীদের সঙ্গে মিলে দলের কিছু লোক ইন্ধন দিক, ঘরের শত্রু বিভীষণ।"
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ও কার্ড সোয়াইপিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে তার ভাই আবেদন জানান
আচমকা টর্নেডোতে আহত গ্রামের বেশ কয়েকজন , পরিস্থিতি খতিয়ে দেখতে ছুটে এলেন বিধায়ক