অমৃতবাজার এক্সক্লুসিভ - বিভিন্ন কারণে ঠোঁট ধীরে ধীরে কালো হতে থাকে। কালো ঠোঁট কেউই পছন্দ করে না। তবে ধুমপান,অ্যালার্জি, অতিরিক্ত রোদে ঘোরা অথবা অতিরিক্ত লিপস্টিক,লিপজেল ইত্যাদি ব্যবহারের কারণে ঠোঁট নিজেদের আসল রং হারাতে থাকে। তবে আপনারা চাইলে ঘরোয়া পদ্ধতিতে কালচে ঠোঁটকে গোলাপি ঠোঁট করে তুলতে পারেন। ফিরে পেতে পারেন ঠোঁটের হারিয়ে যাওয়া জেল্লা।ঘরের উপকরণ দিয়ে ঠোঁটের রং ফিরে পেতে পারেন। রান্নাঘরের বিভিন্ন ধরনের উপকরণ দিয়েই ঠোঁটকে সুন্দর করে তুলতে পারেন। হলুদ,চিনি,লেবু দিয়েই আপনারা নিজেদের ঠোঁট উজ্জ্বল করে তুলতে পারেন।
১.হলুদ - ত্বক উজ্জ্বল করার গুণের জন্য সুপরিচিত হলো হলুদ।আধা চা-চামচ হলুদের সঙ্গে আধ চা-চামচ দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এই মিশ্রণটি নিয়মিত ঠোঁটে মালিশ করলে কালচেভাব দূর হয়।
২.চিনি - চিনি খুব ভালো এক্সফলিয়েটর যা ত্বকের মৃত কোষ দূর করতে সহায়ক। চিনির দানা এক চামচ মাখনের সঙ্গে মিশিয়ে স্ক্রাব তৈরি করে দিনে কয়েকবার ঠোঁট মালিশ করুন।
৩.লেবু - ঠোঁটে লেবু ঘষা কালচেভাব দূর করতে সহায়ক। এর প্রাকৃতিক ব্লিচিং ঠোঁটের কালো দাগ কমায় ও মসৃণভাব আনে।