মাত্র কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হুগলী , ভেঙে চুরমার একাধিক বাড়ি

সেপ্টেম্বর ৩০, ২০২৩ রাত ০৮:৫০ IST
6518301eeaeb8_hoogly

নিজস্ব প্রতিনিধি , হুগলী - শনিবার সকালে হঠাৎ করেই লাট্টুর মতো পাক খেতে খেতে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। বুঝে ওঠার আগেই দু’মিনিটের টর্নেডোয় তছনছ হয়ে যায় গোটা গ্রাম। ঘটনাটি ঘটেছে হুগলীর দুই গ্রামে। আহত হয়েছেন গ্রামের বেশ কিছুজন।

বঙ্গোপসাগরে ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে মঙ্গল থেকে বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্প আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এরইমধ্যে কয়েক সেকেন্ডের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড চুঁচুড়ার বেনাভারুই গ্রাম। হুগলীর কোদালিয়া ২নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেনাভারুই গ্রাম এবং মগরা-ত্রিবেণী এলাকায় হঠাৎই শনিবার সকালে ক্ষনিকের জন্য একটি ঘূর্ণিঝড় ওঠে।তার জেরে অনেক ক্ষয়ক্ষতিও হয়। ভেঙে পড়েছে বাড়ির পাঁচিল। ঘূর্ণিঝড়ে উড়ে গেছে ঘরের চাল। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু চাষের জমি। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় বিধায়ক অসিত মজুমদার। এলাকার বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। তবে পুজোর আগে এত ক্ষয়ক্ষতির জন্য চিন্তায় রয়েছেন গ্রামবাসীরা। 

ভিডিয়ো

Kitchen accessories online