নিজস্ব প্রতিনিধি , লখনউ - পরীক্ষা মানেই তার হাজারো রকম প্রস্তুতি। গভীর রাত পর্যন্ত জেগে পড়াশোনা করা , এরপর পরীক্ষা দেওয়া। তবে পরীক্ষা হলে পৌঁছতেই পড়ার বিষয়গুলো যেন গুলিয়ে যায়। তখন মাথায় ভেসে আসে ছবির গান, বিখ্যাত সংলাপ।ফেসবুকের পাতায় এই সংক্রান্ত বহু মজার পোস্টও দেখা যায়। তবে সম্প্রতি এই দৃশ্যই বাস্তবে দেখা গেল সোশ্যাল মিডিয়ার পাতায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের চন্ডীগড় বিশ্ববিদ্যালয়ে।
সম্প্রতি ইনস্টাগ্রামে ‘সিইউমিমসসিইউয়ানস’ নামের অ্যাকাউন্ট থেকে ভিডিও ভাইরাল হয়েছে।ইতিমধ্যে ১৫ হাজারেরও বেশি নেটব্যবহারকারী এই ভিডিয়োয় ভালবাসা এঁকে দিয়েছেন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ছাত্রটি মাত্র তিনটে উত্তর লিখেছিল। এর মধ্যে দুটি ছিল হিন্দি গান। প্রথম প্রশ্নের উত্তরে পড়ুয়া লিখেছেন, 'গিভ মি সাম সানসাইন, গিভ মি সাম রেইন', থ্রি ইডিয়েটসের এই গানটি খাতায় লিখে দেন পড়ুয়া। গানটির কিছু অংশ লিখে প্রথম প্রশ্নের উত্তর শেষ করেন পড়ুয়া।
তার পর দ্বিতীয় প্রশ্নের উত্তর লেখেন তিনি। কিন্তু উত্তরে কোনও গান নয় বরং শিক্ষকের কাছে অনুরোধ করেন তিনি। দ্বিতীয় প্রশ্নের উত্তরে শিক্ষকের উদ্দেশ্যে লেখা, ‘‘আপনি খুব ভাল মানুষ। আমি এত কঠিন কাজ করতে পারি না, তা আমার অক্ষমতা। ভগবান! আমাকে বুদ্ধি দাও।’’ তার পরেই তৃতীয় প্রশ্নের উত্তরে আবার আমির খানের ছবির গান বেছে নেন পড়ুয়া।‘পিকে’ ছবির ‘ভগবান, হ্যায় কাহাঁ রে তু’ গানটি লেখেন তিনি। তিনটি প্রশ্নের উত্তর এক পাতার মধ্যে লিখে শেষ করে ফেলেছেন পড়ুয়া। পরের পাতাগুলি সাদা, পেনের কালির একটি আঁচড়ও পরেনি।
এই ভাইরাল উত্তরপত্র দেখে হেসে মজেছেন নেটপাড়া। তবে উত্তরপত্রে কেবল পড়ুয়া নয়, শিক্ষকের মন্তব্যও হাসির উদ্রেক ঘটিয়েছে। এমন উত্তর দেখে প্রথমে গোল্লা বসিয়েছেন তিনি। এরপর লিখেছেন, অত্যন্ত ভাল। কিন্তু এসব করে কোনও লাভ নেই। গান না লিখে সঠিক উত্তরটি লেখ।'
গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বালুরঘাট থানার এসআই সুকুমার রায়
পুষ্পা টুর টিমের সদস্যরা যে বাসে ছিলেন সেটিকে ধাক্কা মারে অপর একটি বাস , আহত ২
আজকের দিনের কলকাতার বুকে গুরুদাস কলেজে অনুষ্ঠান করতে এসে চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলো কেকে
এসব না লিখলে পিসি আর বাবা বকবে যে , ঋদ্ধিকে পাল্টা কটাক্ষ নেটিজেনদের
লোকজন ভাবেন দেশের সব মদ আমিই খাই , বাকিরা ধোয়া তুলসীপাতা , তীব্র ক্ষোভ প্রকাশ পরীর
পুজো উপলক্ষ্যে প্রত্যেকটি ঘাটে মোতায়েন পুলিশ বাহিনী
করোনাকালীন সময়ের দোকানকে কেন্দ্র করে জীবন যন্ত্রনার অনুভূতি প্রকাশ করা হয় মূল নাটকের মধ্যে দিয়ে
ফ্ল্যাগ মিটিং করে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর থেকে গরু ফেরৎ নিয়ে আসলো বিএসএফ
বুদ্ধিমত্তার সঙ্গে মুসলিম সম্প্রদায়ের প্রতি ঘৃণা মানুষের ভিতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে , মোদিকে তুলধোনা নাসিরের
ক্ষণিকের রাজদণ্ড দেখা দিল অপোগন্ড রূপে , নাম না করে মোদিকে তীব্র কটাক্ষ ঋত্বিকের
পদক জয় করে আনা দেশের গর্বিত খেলোয়াড়দের সঙ্গেই নিকৃষ্টতম ব্যাবহার , তীব্র ক্ষোভ প্রকাশ নীরজ চোপড়া সহ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীরও
কাকে কি করতে হবে এটা বলা বন্ধ করুন , জায়রাকে পাল্টা খোঁচা নেটিজেনদের
গান্ধীবাদীরা তার সঙ্গে যেটা করেছেন সাভারকরকে নিয়ে দয়া করে সেই এক জিনিস করবেন না , দাবি স্বস্তিকার
ছবির পরিচালনা করছে খোদ রণদীপ হুডা নিজেই
জমিতে ভালো ফসল ফলানোর আশায় জেলা জুড়ে পালন করা হলো রোহিণী উৎসব