অমৃতবাজার এক্সক্লুসিভ, সারমিন সুলতানা মন্ডল - আজ গণেশ চতুর্থী। বাংলা সহ গোটা দেশ এর আমেজে মেতে থাকে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে গণেশ পুজোয় উপভোগ করেন। সত্যিই সম্প্রীতির মেল বন্ধন যেনও এরকম সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ পায়। তবে মহারাষ্ট্রে সবচেয়ে আড়ম্বরে গণেশ পুজো হয়। বলিউডের তাবড় তাবড় তারকারাও গণেশ আরাধনায় মেতে ওঠেন। এছাড়াও গোয়া সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলোয় মহাসমারোহে গণেশ পুজো হয়।
ভাদ্রমাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশ পুজোর আয়োজন করা হয়। দশ দিন ধরে চলার পর উৎসবের সমাপ্তি হয় অনন্ত চতুর্দশীর দিন। বলা হয় যাবতীয় শুভ কাজের শুরু শ্রী গণেশের নাম নিয়ে করলে তা সফল হয়। গণেশ পুজো বাদ দিয়ে কোনও পুজোই সম্পূর্ণ হয় না। দেবতাদের মধ্যে গণেশকেই প্রথম পূজ্য দেবতা বলে গণ্য করা হয়। গণেশের ১০৮ টা নাম আছে। এর মধ্যে গণপতি, গজানন, বিনায়ক এবং বিঘ্নরাজ বিশেষ উল্লেখযোগ্য। গণেশ হলেন সমৃদ্ধির প্রতীক। তাই তার আরেক নাম সিদ্ধিদাতা গণেশ।
গত কয়েক বছরে কলকাতাতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গণেশ পুজো। ছোটো-বড়ো বহু শহরে গণপতির আরাধনা করা হয়। মহেশ্বর শিব ও দেবী পার্বতীর দ্বিতীয় পুত্র গণেশ। শাস্ত্র মতে এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্ত্যে অবতীর্ণ হন। গজানন গণেশ বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোত্তম দেবতা। তিনি জীবনে আসা নানা বাঁধা বিপত্তি থেকে মুক্তি পেতে সাহায্য করেন। তাইতো তিনি বিঘ্নহরতা।
গণপতির পুজো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কন্নড়, তামিল ও তেলেগু, সংস্কৃত ভাষায় এই উৎসব বিনায়ক চবিথি বা বিনায়ক চতুর্থী নামে পরিচিত। কোঙ্কনি ভাষায় এই উৎসবের নাম চবথ। আবার নেপালি ভাষায় এই উৎসবকে বলা হয় ঘি চথা। সারা দেশ যেনও গনেশ চতুর্থীর আমেজে মেতে থাকে। গণপতি বিঘ্নহরতা, মন দিয়ে আরাধনা করলে মানুষের সকল কষ্ট, সকল বিপত্তি তিনি নিজের সঙ্গে নিয়ে যান।
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে