নিজেস্ব প্রতিনিধি, কলকাতা - উপনির্বাচনের তিনদিন আগেই সম্পূর্ণরূপে প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। যে কারণে সোমবার ভারত বনধ কর্মসূচির পাশাপাশি ভবানীপুরে উপ-নির্বাচনের জন্য শেষ প্রচার করছেন সকল দলীয় কর্মীরা। তবে এই প্রচার কর্মসূচীতে বিজেপি সাংসদ অর্জুন সিং সহ সহ-সভাপতি দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগানে উত্তপ্ত হলো ভবানীপুর ৭১ নম্বর ওয়ার্ড।
আগামী ৩০শে সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তবে নির্বাচনের শেষ লগ্নে দাঁড়িয়ে সোমবার বিজেপি প্রার্থীর সমর্থনে ৮টি ওয়ার্ডে ৮০ জন নেতার প্রচার করার কথা ছিল। সেই মোতাবেক প্রচার করতে গিয়েই বিক্ষোভের মুখে পড়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।
এদিন শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে অর্জুন সিং ও পটুয়াপাড়াতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং যদুবাবুর বাজারে দিলীপ ঘোষ প্রচার করতে গিয়ে গো ব্যাক স্লোগানের মুখে পড়েন। যার কারণে প্রচার কার্য সম্পন্ন না করেই ফিরতে হয় বিজেপি কর্তাদের।
এদিকে পটুয়াপাড়া অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় প্রচার করতে গিয়েও তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এপ্রসঙ্গে বিজেপি নেতাদের অভিযোগ অনুমতি থাকা সত্বেও কিভাবে তাদের বাঁধা দেওয়া হচ্ছে। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে উত্তপ্ত ভবানীপুরে পরিস্থিতি।
প্রচারকার্যে বিজেপি নেতাদের গো-ব্যাক স্লোগান দিয়ে ফিরিয়ে দেওয়ায় তাদের কটাক্ষ করে তৃণমূল নেতা দেবাশীষ কুমার জানিয়েছেন," কে এই অর্জুন সিং! খায় না মাথায় দেয়! কেউ জানে না"।