অমৃতবাজার এক্সক্লুসিভ, ইন্দ্রজিৎ আইচ - ঐতিহ্যবাহী গোবরডাঙ্গার অন্যতম নাট্য দল গোবরডাঙ্গা নাবিক নাট্যম বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন। সকালে দলের ২০ জন কচিকাচা মিলে প্রায় ৪০০ জন মানুষকে রাখি পরিয়েছে। এদিন উপস্থিত ছিলেন দলের সভাপতি শ্রাবণী সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন দলের অন্যান্য সদস্য ও সদস্যাবৃন্দরা। দুপুরে হৃদয়া সোসাইটির আহ্বানে পরিবেশিত হলো নাটক 'ফিরে দেখা আজাদী ' যার নির্দেশনায় ছিলেন অবিন দত্ত।
এছাড়াও সান্ধ্যকালীন অনুষ্ঠান পালিত হলো নাচ, গান, আবৃত্তি, একক অভিনয় পরিশিনের মাধ্যমে। এদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নীল, রুমকি, পাপিয়া, রনি নীলাদ্রি, প্রসেনজিৎ, অরিজিৎ, রাজেশ, ঐশ্বিনী, ঋষিতা, ঈপ্সিতা, বর্ষা , অনিরুদ্ধ। এছাড়াও উপস্থিত ছিলেন সুব্রত কর্মকার, সুপর্ণা সাধুখাঁ, শর্মিষ্ঠা সাধুখাঁ, প্রদীপ কুমার সাহা, অবিন দত্ত, রাখি বিশ্বাস, অশোক বিশ্বাস, প্রমুখ। নাট্যনির্দেশক জীবন অধিকারী রাখি বন্ধনের তাৎপর্য ব্যাখ্যা করেন। একে অপরের হাতে রাখি বন্ধনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন দলের সভাপতি শ্রাবণী সাহা।
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
ভারত – ৩
হংকং – ০
প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত
ANM & GNM প্রস্তুতিতে আজ সাধারণজ্ঞান
ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬
১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
বিজেপির রাজ্য সভাপতি না আসা পর্যন্ত তালা বন্ধই থাকবে কার্যালয় , হুঁশিয়ারি কর্মীদের
বান্ধবী ভেবে অভিযুক্ত মহিলাকে বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা ধার দিয়েছিলেন অন্য সেনা কর্মীরা স্ত্রীরা
আজ থেকেই সাগরে যাওয়ার জন্য মৎস্যজীবীদের নিষেধ করেছে আবহাওয়া দফতর
রাজভবনের পক্ষ থেকে এই পুরস্কারের নাম রাখা হয়েছে দুর্গাভারত সম্মান
হলুদ,চিনি,লেবু দিয়েই উজ্জ্বল করে তুলতে পারেন ঠোঁট
সপ্তর্ষিরা ব্রহ্মার শরীর থেকে জাত হয়নি, হয়েছেন তার মন থেকে , একারণে তাদের মানসপুত্র বলা হয়