নিজস্ব প্রতিনিধি, হাওড়া – শনিবার চতুর্থ দফার ভোট গ্রহণ চলাকালীন বোমাবাজিতে ফের উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার গোলাবাড়ি থানা এলাকা।
উত্তর হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার ডবসন রোডে আবারও বোমাবাজির ঘটনা ঘটে। গনেশ মার্কেটের সামনে রাস্তার দু'ধারে থাকা বহুতলগুলির একটি থেকে রাস্তায় বোমা ফেলা হয় বলে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
প্রসঙ্গত সকালে ভোর সাড়ে চারটে নাগাদ হাওড়ার গোলাবাড়ি থানার পাশে “সুখী সংসার” নামে একটি আবাসন-কে লক্ষ করে বোমা ছোঁড়ে দুষ্কৃতিরা। ভোরবেলা আবাসনের বাইরে রাস্তা থেকে উদ্ধার হয় বোমার স্প্রিন্টার।