অমৃতবাজার এক্সক্লুসিভ, স্নেহা কুন্ডু - প্রাচীনকাল থেকেই রূপ চর্চার জন্য ব্যবহার করা হয়ে আসছে গোলাপের পাপড়ি। নারীদের সুন্দর দেখতে লাগার জন্য যেসকল ময়েশ্চারাইজিং স্ক্রাব তৈরি করা হয় তার মধ্যে গোলাপের পাপড়ি উপকরণ হিসেবে খুবই গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে ঘরোয়া পদ্ধতিতেই গোলাপের পাপড়ি দিয়ে ময়েশ্চারাইজিং স্ক্রাব তৈরি করা যাবে। তাই দেখে নিন কিভাবে বানাবেন এই স্ক্রাব।
উপকর- ২ টেবিল চামচ নারকেল তেল, আধা টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ গোলাপজল, আড়াই টেবিল চামচ চিনি, ছোট এক কৌটো শুকনো গোলাপের পাপড়ি, ১/২ ফোঁটা রোজ এসেনশিয়াল অয়েল।
পদ্ধতি - একটা ছোট বোলে নারকেল তেল নিয়ে নেবেন। গরম জলের ওপর বোলটি রেখে ধীরে ধীরে গলিয়ে নেবেন তেলটাকে। গলে গেলে এতে দিয়ে দেবেন গোলাপজল এবং মধু। তারপর মেশাতে থাকুন যতক্ষণ না পুরো মিশ্রণের রঙ এক হয়ে যায়। এরপর মিশ্রণ একটু ঠাণ্ডা হয়ে এলে একটু একটু করে চিনি দিয়ে দেবেন এবং মেশাতে থাকতে হবে। এতে একটা খসখসে, নরম মিশ্রণ তৈরি হবে। এই সময়ে এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিতে পারেন। একটা শুকনো গোলাপ নিয়ে গরম জলে কয়েক সেকেন্ড রেখে নরম করে নিতে হবে। এরপর এটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে মিশিয়ে দেবেন নারকেল তেলের মিশ্রণে। এইগুলো স্ক্রাবের শক্তি বাড়ায়। এই রেসিপিতে আড়াই আউন্স স্ক্রাব তৈরি হবে। দুই সপ্তাহ পর্যন্ত এটা ভালো থাকবে। ইচ্ছে হলে এতে এক টেবিল চামচ আমন্ড অয়েলও মিশিয়ে নিতে পারেন মধুর পরিবর্তে।
আরও একটি উপায়ে গোলাপের পাপড়ি ব্যবহার করতে পারেন। আপনি নিজে গোলাপ কিনে নিতে পারেন বা টবে থাকা গোলাপ নিয়ে শুকিয়ে নিতে হবে। মধুর পরিবর্তে এই শুকনো গোলাপের পাপড়ি গুঁড়ো করেও মিশিয়ে নিতে পারেন ২ কাপ চিনি এবং ২/৩ কাপ নারিকেল তেলের সঙ্গে এই মিশ্রণটি আগের স্ক্রাবের চাইতে একটু বেশি গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। এই দুই ধরণের যে কোনো একটি স্ক্রাব তৈরি করে নেবেন তাতেই গোলাপের মিষ্টি সুগন্ধ ঘুরে ফিরবে আপনার আশেপাশে। এই স্ক্রাব আপনার ত্বকের মধ্যে ফুটিয়ে তুলবে স্বাস্থ্যোজ্জ্বল আভা।
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে