৭ দিনে ছ-টি ময়ূরের মৃত্যু, তীব্র উদ্বিগ্ন বন দফতর

এপ্রিল ২৩, ২০২২ দুপুর ০৪:৫৮ IST
6263de4ab296f_IMG-20220423-WA0304

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি - একের পর এক মৃত্যু হচ্ছে  জাতীয় পাখির। এই ঘটনা শুধু ভারতে নয় গোটা বিশ্বতেই কমে যাচ্ছে জাতীয় পাখির সংখ্যা।জলপাইগুড়ির শিলিগুড়িতে লাগোয়া মহানন্দা অভয়ারণ্যতে গত সাত দিনে ছটি ময়ূরের মৃত্যু হয়েছে। এছাড়াও বেঙ্গল সাফারি পার্কে মৃত্যু হয়েছে চারটি ময়ূরের।

বনদফতর সূত্রে জানা গেছে, গত সাত দিনে ছয়টি ময়ূরের মৃত্যু হয়েছে। এরপর মৃতদেহগুলি বেঙ্গল সাফারি পার্কের হাসপাতালে ময়না তদন্ত করানো হয়। এছাড়া নমুনা পাঠানো হয়েছিল কলকাতার ইনস্টিটিউট অফ অ্যানিমেল হেলথ অ্যান্ড ভেটেনারি রিসার্চ সেন্টারে। সাফারি পার্ক এর ডিরেক্টর দাওয়া সাংমু জানান মৃত্যুর কারণ নিউক্যাসেল ভাইরাস।

এই ভাইরাসের সংক্রমণ থেকে সাফারি পার্কে ছয়টি ময়ূরের মধ্যেই চারটি মারা গেছে। বাকি দুটির উপর বিশেষ নজর রাখা হয়েছে। ময়ূর গুলোর জঙ্গলের মধ্যে বিচরণ করার এলাকাগুলিতে যথাসম্ভব স্যানিটাইজার করা হচ্ছে। এই ভাইরাসটি মূলত পাখির ফুসফুসে সংক্রমণ ঘটায় যার ফলেই মৃত্যু হয়।

এই ভাইরাসের সংক্রমণ শুধু ময়ূরের ক্ষেত্রে নয়। অতীতেও বিভিন্ন পাখির ক্ষেত্রেও এই সংক্রমণ দেখা গিয়েছিল। ভারতের জাতীয় পাখি ময়ূরের এমন আচমকা মৃত্যু ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশপ্রেমী থেকে শুরু করে বনদফতর আধিকারিকরা।

ভিডিয়ো

Kitchen accessories online