নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যের জন্য সিঁথি থানায় অভিযোগ দায়ের হয়েছিল ইউটিউবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে।সেই অভিযোগের ভিত্তিতেই রোদ্দুর রায়কে গোয়া থেকে গ্রেফতার করে কলকাতা আনা হয়েছে।বৃহস্পতিবার তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছে।
অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন রোদ্দুর রায়।সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হতে থাকে।এই কুরুচিকর মন্তব্যের জন্যই সিঁথি থানায় অভিযোগ দায়ের হয়েছিল ইউটিউবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে। এছাড়াও বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।সেই অভিযোগের ভিত্তিতেই রোদ্দুর রায়কে বুধবার রাতে গোয়া থেকে গ্রেফতার করে কলকাতা আনা হয়েছে।এদিন তাকে আলিপুর আদালতে তোলা হয়েছে।
বৃহস্পতিবার ইউটিউবার রোদ্দুর রায়কে আলিপুর আদালতে পেশ করা হয়।আদালতে তাকে নিয়ে শুনানির সময় দুই পক্ষের আইনজীবীর মধ্যে তীব্র মধ্যে বচসার সৃষ্টি হয়।শুনানির সময় রোদ্দুর রায়ের আইনজীবী ক্ষমতার অপব্যবহারের দাবি করেন। অন্যদিকে সরকারি আইনজীবী দাবি করেন বাক স্বাধীনতায়ও লাগাম রাখা উচিত, এমন কিছু বলা ঠিক হয় যাতে কেউ আঘাত পায়।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা আদালত চত্বরে।
এপ্রসঙ্গে রোদ্দুর রায়ের পক্ষের আইনজীবী আদালতে জানিয়েছেন,"ইউটিউবারের ওপর ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে।যার নামে অভিযোগ করা হয়েছে বলা হচ্ছে তিনি অভিযোগ করেননি।আমার ক্লাইন্টকে জামিন দেওয়া হোক।"
এপ্রসঙ্গে সরকারি পক্ষের আইনজীবী জানিয়েছেন,"সকলেরই বাকস্বাধীনতা আছে।তবে তার জন্য কাউকেই এমন কিছু বলা যায় না যাতে সে কষ্ট পায়। তাই বাকস্বাধীনতায় কিছুটা লাগাম থাকা প্রয়োজন।"
তবে এদিন ২ পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত অভিযুক্ত রোদ্দুর রায় কে আগামী মঙ্গলবার পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে তুইতোকারি করে কথা বলছে,ওনার ভাষাজ্ঞান আছে, কটাক্ষ সুকান্তর
অ্যাটলেটিকো মাদ্রিদ - ৩
গেটাফে - ০
জুভেন্টাস - ৩
সাসুওলো - ০
লিভারপুল - ১
ক্রিস্টাল প্যালেস - ১
মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
২ঘণ্টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে দৌড় শেষ করে বিরাট সাফল্য আলেকসান্দ্রার
বিধাননগর ৩৪ নম্বর ওয়ার্ডের সভাপতির উদ্যোগে নারিশক্তিকে তুলে আনতেই আয়োজিত এই প্রদর্শনী ম্যাচ
নতুন আলো আমাদের জীবনে এক অনন্য ছায়া যোগ করতে চলেছে, পোস্ট অভিনেত্রীর
অগ্নিকান্ডের ঘটনায় অভিযুক্ত রেস্তোরাঁ মালিককে গ্রেফতার করেছে চকবাজার থানার পুলিশ
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর
ব্যাজ নাম্বার দেখে সনাক্ত করা হয়েছে ২ শহীদ জওয়ানকে , পুনরায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য
গ্রেট ক্যালকাটা কিলিংসের মত ঘটনা ঘটানোর জন্য তৃণমূল যদি বিশেষ বাহিনী রাখে , তাকে রুখে দেওয়া জন্য বিজেপিও তৈরি, হুঁশিয়ারি বিজেপির
খেলা হবে দিবস উপলক্ষ্যে মানিকতলায় তৃণমূলের মিছিল
চন্দনওয়াড়ি থেকে পেহেলগাও হয়ে অমরনাথ যাওয়ার যাওয়ার পথে দুর্ঘটনা
সঙ্কটে পড়ল কলকাতা ময়দানও