নিজস্ব প্রতিনিধি, কলকাতা - এবার ইন্দুবালা ভাতের হোটেল খ্যাত পরিচালক দেবালয় ভট্টাচার্যের হাত ধরে পর্দায় নতুন রূপে আসতে চলেছেন দীপক চ্যাটার্জী। তার এই ছবির নাম হতে চলেছে শ্রীস্বপনকুমারের বাদামী হায়নার কবলে। এখানে প্রধান ভূমিকায় অর্থাৎ গোয়েন্দা চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। এর আগে বাংলার দর্শক আবিরকে ফেলুদা, ব্যোমকেশ, সোনাদা প্রভৃতি গোয়েন্দা চরিত্রে দেখেছেন। এবার তিনি ধরা দেবেন দীপক চ্যাটার্জি হয়ে।
কিন্তু যেখানে এখন বাংলায় অহরহ গোয়েন্দা ছবি সিরিজ তৈরি হচ্ছে, ফেলুদা, ব্যোমকেশ, একেন, সোনাদা, মিতিন মাসিতে ভরপুর বাংলা চলচ্চিত্র জগৎ সেখানে আবার নতুন করে গোয়েন্দা চরিত্র কি খুব দরকার! প্রশ্ন দর্শকের। এই প্রসঙ্গে ছবির পরিচালক দেবালয় জানান, 'ব্যোমকেশ,ফেলুদাকে নিয়ে এত ছবি হয়েছে যে আমরা সেই চরিত্রগুলিকে নিংড়ে শেষ করে দিয়েছি। ফলে চর্বিতচর্বণ থেকে বেরোনো প্রয়োজন। আর বাংলার সাহিত্য ভান্ডার কেবল এটুকুতেই সীমাবদ্ধ নয়, সেটা বিরাট। স্বপনকুমারের লেখা এগুলোর তুলনায় অনেক আলাদা, সেখানে কল্পনার ডানা মেলার অনেক জায়গা আছে। এই ছবি একটা অন্য জগতের খোঁজ দেবে'।
এছাড়াও পরিচালক আরও জানান, 'এখনকার দর্শক বা চিত্রনির্মাতারা এত বেশী পলিটিক্যালি কারেক্ট হয়ে গিয়েছেন যে তারা আর কল্পনা শক্তিকে ব্যবহার করতে পারেন না। এই ছবিতে আবির চট্টোপাধ্যায় ছাড়াও স্বপনকুমারের চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে, রতনলাল অর্থাৎ গোয়েন্দার সহকারী হিসেবে থাকবেন প্রতীক দত্ত। শ্রুতি দাসকে একদম অদেখা লুকে দেখা যাবে এখানে। এটি একটি ফিকশন ঘরানার ছবি হতে চলেছে। সব মিলিয়ে দর্শকেরা একটি আলাদা অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছেন'।
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর