নিজেস্ব প্রতিনিধি , নদীয়া - বাংলাতে শুরু হয়ে গেছে বর্ষার মরসুম। আর এই বর্ষার ফলে বিভিন্ন এলাকার পুকুর-নদী -বিল সব কিছু জলে পরিপুষ্ট হয়ে উঠছে। যার ফলে বিভিন্ন রকমের জলজ প্রাণী নিজের বাসস্থান ছেড়ে বেরিয়ে পরেছে লোকালয়ের উদ্দেশ্যে। এই পরিস্থিতিতে শান্তিপুর গ্রামের এক বাড়িতে আচমকা এক বিরল প্রজাতির কচ্ছপ এসে হাজির। এই ঘটনার খবর ছড়িয়ে পরতেই তীব্র শোরগোল শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , এদিন শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের কুন্ডু পাড়ার এক গৃহস্থ বাড়িতে দেখা মিলেছে এই বিরল প্রজাতির কচ্ছপের। কচ্ছপটিকে বাড়ির চারপাশে ঘুরে বেড়াতে দেখে বাড়ির সদস্যরা বন দফতরের কাছে খবর পাঠায়। তার পাশাপাশি শান্তিপুরে বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে এই বিষয়ে জানানো হয়।খবর পেতেই তিনি ওই গৃহস্থ বাড়িতে এসে কচ্ছপটিকে উদ্ধার করে। উদ্ধার কার্যের শেষে তিনি জানিয়েছেন যে কচ্ছপটিকে তিনি বন দফতরের হাতে তুলে দেবেন।
স্থানীয় বাসিন্দা প্রদীপ মণ্ডল জানিয়েছেন, "আমি জানতাম যে কচ্ছপটি বিরল প্রজাতির। আমার কাছে বনদফতরের নম্বর ছিল। তাই আমি তাদের ফোন করে এখানে আসতে বলি। তারা এসে কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদফতর থেকে আমাদের বলেছে যে এইটিকে পরে বনে ছেড়ে দেওয়া হবে। "
বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা জানিয়েছেন,'এই বাড়ির লোকজন অত্যন্ত সচেতন , তারা জানেন যে বন্য প্রাণী সংরক্ষণ কতটা গুরুত্বপূর্ণ। কচ্ছপটি যেহেতু বিরল প্রজাতির প্রাণী তাই তারা সিদ্ধান্ত নিয়ে ছিল যে কচ্ছপটিকে তারা বন দফতরের হাতে তুলে দেবে। অনেক সময় মানুষ এই রকম প্রাণী দেখলে সেই গুলোকে আহার করে ফেলে। সব থেকে বড় কথা মানুষের লোভ সব প্রাণীকে শেষ করে ফেলছে। মানুষের প্রধান লক্ষ্য হল আমরা একা থাকবো, একা খাবো , সমস্ত জায়গা দখল করে রাখবো। সেই জায়গা থেকে আমাদের মানসিকতা পরিবর্তন করা প্রয়োজন। নাহলে এই সব বিরল প্রাণী আমরা শুধু মাত্র চিড়িয়াখানাতে দেখবো অথবা বইয়ের পাতাতে।
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর